Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Virat Kohli

T20 World Cup 2021: জোড়া রেকর্ডের হাতছানি, টি২০ বিশ্বকাপে দু’টি নতুন কীর্তি গড়ার সুযোগ কোহলী, রোহিতের সামনে

টি২০ ক্রিকেটে সব চেয়ে বেশি রান বিরাট কোহলীর। ৯০টি ম্যাচে ৩১৫৯ রান করেছেন ভারত অধিনায়ক। মোট ছক্কায় যুবরাজের পিছনেই রোহিত শর্মা।

রেকর্ডের সামনে রোহিত. কোহলী।

রেকর্ডের সামনে রোহিত. কোহলী। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১২:০৭
Share: Save:

বিরাট কোহলীর মুকুটে অনেক পালক থাকলেও আইসিসি-র কোনও প্রতিযোগিতা না জেতার ক্ষত রয়েই গিয়েছে। এ বারের টি২০ বিশ্বকাপে সেই ক্ষত পূরণের চেষ্টা করবেন অধিনায়ক কোহলী। সেই সঙ্গে আরও একটি রেকর্ডের সামনে তিনি। শুধু কোহলী নন, রেকর্ডের সামনে রোহিত শর্মাও

টি২০ ক্রিকেটে সব চেয়ে বেশি রানের মালিক কোহলী। ৯০টি ম্যাচে ৩১৫৯ রান করেছেন ভারত অধিনায়ক। টি২০ বিশ্বকাপে সব চেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে কোহলীর সামনে। এ বারের বিশ্বকাপে ২৪০ রান করলেই শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে টপকে যাবেন তিনি। ১০১৬ রান করে টি২০ বিশ্বকাপে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

ভারতের সহ-অধিনায়ক রোহিত আইসিসি-র প্রতিযোগিতায় সব সময়েই সেরা ছন্দে থাকেন। ২০১৯ সালের বিশ্বকাপেও তাঁকে দেখা গিয়েছিল একের পর এক ম্যাচে শতরান করতে। এ বারের টি২০ বিশ্বকাপে তাঁর সামনেও রয়েছে রেকর্ড গড়ার সুযোগ।

গ্রাফিক: সনৎ সিংহ

রোহিতের সামনে ছয়ের রেকর্ড গড়ার সুযোগ। টি২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে যুবরাজ সিংহের (৩৩টি)। সেই রেকর্ডকে টপকে যেতে রোহিতকে এ বারের বিশ্বকাপে ১০টি ছয় মারতে হবে। তা হলেই যুবরাজকে টপকে যাবেন ভারতীয় ওপেনার। টি২০ বিশ্বকাপে সব চেয়ে বেশি ছয় মেরেছেন ক্রিস গেল। ৬০টি ছয় মেরেছেন ক্যারিবিয়ান তারকা। দ্বিতীয় স্থানে রয়েছেন যুবরাজ।

এ বারের টি২০ বিশ্বকাপে ভারতের যাত্রা শুরু ২৪ অক্টোবর। সেই রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন কোহলীরা। ভারত এবং পাকিস্তান ছাড়া ওই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান। যোগ্যতা অর্জন পর্ব থেকে আরও দুই দল আসবে ওই গ্রুপে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE