এই ছবিই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। ছবি টুইটার থেকে নেওয়া।
আগেই সুইৎজারল্যান্ডের বরফ ঢাকা পাহাড়ে বিরাট কোহালি ও অনুষ্কা শর্মার ছুটি কাটানোর ছবি সাড়া ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার বলিউডি তারকা বরুণ ধবন ও তাঁর গার্লফ্রেন্ড নাতাশা দালালের সঙ্গে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন অনুষ্কা।
অনুষ্কা শর্মা সেই পোস্টে সুইৎজারল্যান্ডে কোথায় তাঁরা ছুটি কাটাচ্ছেন, সেটাও জানিয়ে দিয়েছেন। ক্যাপশনে বরুণ-নাতাশার নাম দিয়ে লিখেছেন, ‘হ্যালো ফ্রেন্ডস।’ সেই জায়গার নাম হল স্টাড। বরফ ঢাকা পাহাড়ে চার জনের সেই ছবি শেয়ার করেছেন বরুণ ধবন। তিনি ক্যাপশনে ‘মাউন্টেন কে দোস্ত’ হিসেবে চিহ্নিত করেছেন নাতাশা, কোহালি ও অনুষ্কাকে। এই পোস্টের পরই নেটদুনিয়ায় ভক্তরা মেতে ওঠেন চারজনের ছবি নিয়ে।
বরুণের সঙ্গে জুটিতে সিনেমা করেছিলেন অনুষ্কা। সেই সিনেমার নাম সুই ধাগা। যাতে দু’জনে স্বামী-স্ত্রী হয়েছিলেন। সেই পুরনো নায়কের সঙ্গেই হঠাৎ দেখা হয়েছিল অনুষ্কার। নেটিজেনরা যা নিয়ে উচ্ছ্বসিত।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতার পর এই মুহূর্তে ছুটিতে রয়েছেন বিরাট। ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার পর অস্ট্রেলিয়া আসছে ভারতে। অজিরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। টিম ইন্ডিয়া তার পর উড়ে যাবে নিউজিল্যান্ড। সেখানে পাঁচ টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুটো টেস্ট খেলবে ভারত।
☃️mountain ke dost @natashadalal88 @virat.kohli @anushkasharma
they met Varun and Natasha 💕@AnushkaSharma
— Ravi singh (@Ravisingh1011) December 30, 2019
@imVkohli
what's best than meeting your friends unexpectedly at your holidays 🙊#Virushka pic.twitter.com/z22ykCKFkS
Morning couldn't be more beautiful than this 😭❤
— Akanksha Singh ✨ (@akankshavarun13) December 30, 2019
Favssss in a frame 😻💙#Virushka #Varsha
MY VD-NATS ✨😇 pic.twitter.com/dde5nm0dZT
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy