এই মেয়ের বোলিং অ্যাকশন নিতেই মেতেছে নেটদুনিয়া। ছবি ভিডিয়ো থেকে সংগৃহীত।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া বুধবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। ১৫ সেকেন্ডের সেই ভিডিয়োতে বল করতে দেখা যাচ্ছে একজন বালিকাকে। তার বোলিং অ্যাকশন নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
ভিডিয়োটি শেয়ার করে আকাশ চোপড়া লিখেছেন, ‘হরভজন সিংহ, তুমি দেশের অন্যান্য অনেক উঠতি স্পিনারদের মতো এই মেয়েটিরও অনুপ্রেরণা দেখছি।’
আপলোড করার পরই ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রায় ৯০ হাজার ইউজার ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেটি। তবে ভিডিয়োতে দেখতে পাওয়া মেয়েটির বোলিং অ্যাকশন হরভজনের মতো- এ কথা মানতে নারাজ নেটিজেনদের একাংশ। তাঁদের একাংশ বলছেন, এই মেয়েটি বুমরার মতো বল করে। তবে অধিকাংশ নেটিজেন বলছেন, মেয়েটির বোলিং অ্যাকশনে হরভজন ও বুমরা দু’জনেরই ছাপ রয়েছে। দেখুন সেই ভিডিয়ো-
Hey @harbhajan_singh, looks like you’re her inspiration....like a lot of other aspiring spinners in the country ☺️👏🤗 #AakashVani pic.twitter.com/Oy6IxV4Zdb
— Aakash Chopra (@cricketaakash) October 23, 2019
আরও পড়ুন: বড় গাড়ি পরিষ্কারে ধোনিকে সাহায্য করছে এই ছোট্ট খুদে!
আরও পড়ুন: ক্রিকেটারদের জন্য জল বইছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! অভিভূত নেটিজেনরা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy