শেন ওয়ার্নের স্টাইলে বল করছে ফিনলে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ইংল্যান্ডের হডেসডন ক্রিকেট ক্লাব, যা হডি সিসি অফিসিয়াল নামেও পরিচিত। তরুণদের ক্রিকেটের প্রশিক্ষণের জন্য এই ক্লাবের নাম আছে। সম্প্রতি এই ক্লাবের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিয়ো। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই আলোচনায় এসে গিয়েছেন কিংবদন্তি অস্ট্রেলীয় লেগ স্পিনার শেন ওয়ার্ন। কিন্তু কেন?
হডেসডনের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োতে ফিনলে নামের এক বালককে বল করতে দেখা যাচ্ছে। ফিনলের বয়স এখনও ১০ বছর হয়নি। কিন্তু তাঁর বোলিং অ্যাকশন মনে পড়াচ্ছে শেন ওয়ার্নকে। শুধু তাই নয়, ওই ভিডিয়োতে স্টেডিয়ামের বাইরে থাকা একটি স্ট্যাচুকে বল করছে সে। স্ট্যাচুটি একটি ব্যাটসম্যানের। সেই স্ট্যাচুকে ওয়ার্নের বোলিং ডেলিভারির কায়দায় বল করল ফিনলে। তার স্ট্যাচুর ব্যাটে বল লেগে ক্যাচ উঠতেই ধরে ফেললেন ওই স্ট্যাচুর পাশে থাকা এক ব্যক্তি।
আর এই ভিডিয়ো দেখেই নেটিজেনদের মনে পড়ে যাচ্ছে, লর্ডসে কমবসয়ী ওয়ার্নের নেওয়া একটি ডেলিভারির কথা। যে ডেলিভারিতে ক্যাচ উঠেছিল ফাইন লেগে। তার পরই ফিনলেকে ওয়ার্নের উত্তরসূরি হিসাবে দেখতে চাইছেন নেটিজেনরা।
@HoddyCCOfficial wish to congratulate our under 10, Finley H for taking his first wicket at Lords with a Warnie special (it won’t be his last !) pic.twitter.com/ujYUEWNxLs
— Hoddesdon Cricket Club (@HoddyCCOfficial) August 16, 2019
বোলিং অ্যাকশন দেখে ফিনলেকে কেউ বলছেন, ‘ম্যাচ উইনিং স্পিনার।’ তো কেউ বলছেন, ‘ইংল্যান্ডের নতুন স্পিনারের দরকার হলে এই ছেলেটির দিকে নজর দেওয়া উচিত।’
Who did it better!? @shanewarne23 this youngster who was @homeofcricket .. #r66tacademy pic.twitter.com/apzNtbq5LI
— TheRootAcademy (@TheRootAcademy) August 18, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy