নাচছেন গ্যারি সোবার্স। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার গ্যারি সোবার্স। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম তিনি। তবে শুধু খেলার মাঠে নয়, জীবনের বাইশ গজেও অলরাউন্ডার তিনি। সেই পরিচয়ই সম্প্রতি তিনি রেখেছেন বার্বাডোজে হওয়া একটি ভারতীয় বিয়ে বাড়িতে। সেই ভিডিয়ো নিয়েই এখন মেতেছেন তাঁর ভক্তরা।
ভিডিয়োটি শুক্রবার টুইটারে আপলোড করেছেন অনিল চোপড়া নামের এক টুইটার ব্যবহারকারী। সেই টুইটে তিনি লিখেছেন, ‘‘বার্বাডোজে ভারতীয় বিয়েবাড়িতে নাচছেন স্যার গ্যারি সোবার্স। ৮০-র বেশি বয়সেও তাঁর নাচের ছন্দ লক্ষ্য করার মতো।’’
গ্যারি সোবার্সের বয়স এখন ৮৩ বছর। এই বয়সেই অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে ‘জিয়া হো জিয়া কুছ বোল দো’ গানের সুরে নেচেছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—
Sir Gary Sobers dancing in an Indian wedding in Barbados. Over 80 plus in age his sense of rhythm is admirable. The great cricketer pic.twitter.com/EWWDcpWoSU
— Aviator Anil Chopra (@Chopsyturvey) February 21, 2020
আরও পড়ুন: ক্রিকেট খেলছ কেন? বিদ্রুপের জবাব বিশ্বমঞ্চে ম্যাচ জিতিয়ে
সোবার্সের সেই নাচ দেখে নেটাগরিকরা বলছেন, ‘সত্যিকারের অলরাউন্ডার’। স্যার গ্যারি সোবার্সই প্রথম ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছ’টি ছয় মেরেছিলেন।
আরও পড়ুন: ‘পরিস্থিতি যা-ই হোক না কেন, নিজেকে বলি, পারতেই হবে’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy