সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌঁড়াচ্ছেন ইংল্যান্ড সমর্থক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
জাপানের ইয়োকোহামায় গত শনিবার ছিল রাগবি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বিশেষজ্ঞ থেকে রাগবিপ্রেমী, এই ম্যাচের আগে সকলেই ফাইনালের জন্য ফেভারিট হিসাবে বেছেছিলেন ইংল্যান্ডকে। কিন্তু সব হিসাবে নস্যাৎ করে দিয়ে ইংল্যান্ডকে ১২-৩২ ব্যবধানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ঘরে তুলে নেয় নিজেদের তৃতীয় রাগবি বিশ্বকাপ।
ম্যাচের পর প্রিয়দলের হারে ভেঙে পড়েন এক দক্ষিণ আফ্রিকায় থাকা এক ইংল্যান্ড সমর্থক। তিনি এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে বাজি ধরেছিলেন। তাই ইংল্যান্ড হেরে যেতেই কেপটাউনের সমুদ্র সৈকতে নগ্ন হয়ে প্রায় দেড় কিলোমিটার দৌঁড়েছেন তিনি। তাঁর গায়ে ইংল্যান্ডের পতাকা ছা়ড়া আর কিছু ছিল না।
এই ঘটনার ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেন ভারতের প্রাক্তন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন। তার পরই বিষয়টি নিয়ে হাসাহাসিতে মেতেছে নেটদুনিয়া। দেখুন সেই ভিডিয়ো-
When a good mate (an English rugby supporter) loses a bet (that Eng would beat SA in Rugby World Cup final)... and keeps his word. 1.5km naked beach run, Cape Town pic.twitter.com/6eZTGWJVta
— Paddy Upton (@PaddyUpton1) November 3, 2019
আরও পড়ুন: বোলারের দিকে পিছন ফিরে অদ্ভুত স্টান্স, চমকে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক
আরও পড়ুন: বক্সিং রিং কাঁপিয়ে এ বার গানের মঞ্চ, দেখুন মেরি কমের অসাধারণ পারফরম্যান্স
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy