ছবি তুলতে এসে হাতে ক্যামেরা নিয়ে দৌড়বিদদের সঙ্গে তিনিও দৌড় শুরু করলেন। ছবি: টুইটার থেকে
ছবি তোলা তাঁর কাজ। সেই কাজের মধ্যে আনতে চেয়েছিলেন অভিনবত্ব। তা করতে গিয়ে নিজেই ধরা পড়লেন অন্য একটি ক্যামেরায়। ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়ো। কী করলেন তিনি?
একটি ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। ছবি তুলতে এসে হাতে ক্যামেরা নিয়ে দৌড়বিদদের সঙ্গে দৌড় শুরু করলেন চিনের ডাটং বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র। উত্তর চিনের ওই বিশ্ববিদ্যালয়ের মাঠেই আয়োজন হয়েছিল এই প্রতিযোগিতার। দেখা গেল প্রতিযোগীদের থেকে বেশি জোরে ছুটছেন তিনিই। দৌড়বিদদের আগে পৌঁছে সোনা জেতার দাবিদার হয়ে উঠলেন সেই চিত্রগ্রাহকই।
ছবি তোলার জন্য বহু চিত্রগ্রাহককেই নানা রকমের পন্থা নিতে দেখে গিয়েছে। তবে ইনি সত্যিই আলাদা। দৌড়বিদদের ছবি তুলতে এসে প্রমাণ করে দিয়ে গেলেন প্রতিযোগিতায় নামলে সোনা জিততেন তিনিই।
GOLD MEDAL: A college cameraman got some great footage while filming a 100-meter dash — and ended up outrunning all of the sprinters on the track, even with his heavy camera gear. pic.twitter.com/ov8S6HvVoR
— CBS News (@CBSNews) June 13, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy