Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Saline Controversy

স্যালাইন-কাণ্ড: রিঙ্গার্স ল্যাকটেট-সহ সংস্থার ১৪ ওষুধ থাকলেও ব্যবহার নয়, নির্দেশ রাজ্যের

মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে রিঙ্গার্স ল্যাকটেট ছাড়াও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি আরও ১৩টি ওষুধ নিষিদ্ধ করে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। এই নিয়ে কড়া বার্তা দিয়েছে তারা।

মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ১৩টি ওষুধ নিষিদ্ধ করে দিল রাজ্য স্বাস্থ্য দফতর।

মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ১৩টি ওষুধ নিষিদ্ধ করে দিল রাজ্য স্বাস্থ্য দফতর। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২০:৪১
Share: Save:

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডের পরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার্স ল্যাকটেট নিষিদ্ধ করেছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে ওই সংস্থার আরও ১৩টি ওষুধ নিষিদ্ধ করে দিল তারা। সরকারি হাসপাতালগুলিকে জানিয়ে দিল, সঞ্চয়ে থাকলেও এই ওষুধগুলি ব্যবহার করা যাবে না।

মঙ্গলার একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তাতে রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল, সব জেলার মুখ্য মেডিক্যাল অফিসার (স্বাস্থ্য)-কে নির্দেশ দিয়েছে যে, রিঙ্গার্স ল্যাকটেট-সহ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি ১৪টি ওষুধ আর ব্যবহার করা যাবে না। হাসপাতালে পড়ে থাকলেও ব্যবহার করা যাবে না। এই তালিকায় রয়েছে, ডেক্সট্রোস ইনজেকশন ১০% (৬৫০ এমওএসএম/এল) হাইপারটোনিক, লেভোফ্লোক্সাসিন ইনফিউশন-৫ মিলিগ্রাম/১০০ এমএল, ম্যানিটল ইনফিউশন আইপি ২০%-১০০ এমএল বোতল, অফলোক্সাসিন-২০০ মিলিগ্রাম/১০০ এমএল, পেডিয়াট্রিক মেনটেনান্স ইলেক্ট্রোলাইট সলিউশন, প্যারাসিটামল ইনফিউশন-১০০০ মিলিগ্রাম/১০০ এমএল, সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন আইপি ০.৯ শতাংশ (নর্মাল বা ইস্টনিক স্যালাইন), ডেক্সট্রোস সলিউশন আইপি ৫% (ব্লো ফিল, সিল প্রসেস), রিঙ্গার ল্যাকটেট সলিউশন আইরি ইনজেকশন (ব্লো ফিল, সিল প্রসেস), রিঙ্গার সলিউশন আইপি ইনজেকশন, সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন-৩ লিটার, সোডিয়াম ক্লোরাইড ০.৯% + ডেক্সট্রস ৫% ইনজেকশন আইপি (ব্লো ফিল, সিল প্রসেস), সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন ০.৪৫% ডেক্সট্রোস ৫% পলিপ্রোপেলিন বটল ইন এফএফএস টেকনোলজি, সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন ০.৯% নরমাল বা ইস্টনিক স্যালাইন (এনএ পজিটিভ ১৫৪ এমএমওএল/ আইসিএল ১৫৪ এমএমওএল/আই (ব্লো ফিল, সিল প্রসেস)।

কয়েক দিন আগে মেদিনীপুর মেডিক্যালে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। আরও তিন জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগ, হাসপাতালে নিম্নমানের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের। তার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রসূতিরা। দাবি, ওই স্যালাইন ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’ সংস্থার তৈরি। এর পরেই ওই সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছিল স্বাস্থ্য দফতর। এ বার ওই সংস্থার তৈরি আরও ১৩টি ওষুধ ব্যবহার করতে বারণ করে দিল স্বাস্থ্য দফতর।

অন্য বিষয়গুলি:

Saline Controversy West Bengal health department Midnapore Medical College and Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy