ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হারের হতাশ নিশাম, গাপ্টিল। —ফাইল চিত্র
ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল টাই হয়ে যাওয়ার পর কম চার মারার জন্য হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। সেই হারের জ্বালা দু’ বছর বাদেও ভুলতে পারছেন না কিউইরা। ইউরো কাপের ফাইনালে পেনাল্টিতে ইংল্যান্ডের হার দেখে তাই খোঁচা দিতে ছাড়লেন না জিমি নিশাম, স্কট স্টাইরিশরা।
নিউজিল্যান্ডের অলরাউন্ডার নিশাম কটাক্ষ করে টুইট করেন, ‘পেনাল্টি কেন? কে বেশি পাস দিয়েছে তাই দিয়ে জয়ী ঘোষণা করা হোক।’
প্রাক্তন ক্রিকেটার স্টাইরিশ লেখেন, ‘আমি বুঝতেই পারছি না। ইংল্যান্ড তো বেশি কর্নার পেয়েছে, ওরা কেন জিতবে না?’
Why is it a penalty shootout and not just whoever made the most passes wins? 👀 #joking 😂
— Jimmy Neesham (@JimmyNeesh) July 11, 2021
I don't understand.... England had more corners .... they are the champions! #Stillsalty
— Scott Styris (@scottbstyris) July 11, 2021
দুজনেই বুঝিয়ে দিলেন আইসিসি-র নিয়মে বেশি চার মারার জন্য ইংল্যান্ডের বিশ্বকাপ জয় এখনও হজম হয়নি তাঁদের। প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় এসেও ফিরতে হয়েছিল নিউজিল্যান্ডকে। সেই জ্বালায় ইউরো কাপে একেবারেই ইংল্যান্ডের জয় দেখতে চাননি তাঁরা।
গত রবিবার ইউরো ফাইনালে ইংল্যান্ড ও ইটালির ম্যাচ প্রথম ৯০ মিনিটে অমীমাংসিত থাকে। পরে অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও খেলার ফয়সালা হয়নি। টাই ব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইটালি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy