রোমার অলিম্পিক স্টেডিয়ামের গ্যালারিতে তখন ‘তোত্তি তোত্তি’ চিৎকার। রোমা ভক্তরা আজ বিশেষ জার্সি পরে গ্যালারিতে বসে। যেখানে লেখা— ‘ওয়ান ম্যান ওয়ান টিম।’ এই ম্যাচটা তো শুধু মাত্র একটা ইতালিয়ান সেরি আ-র লড়াই ছিল না। বরং ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ফ্রান্সেস্কো তোত্তির বিদায়ী ম্যাচ।
কিংবদন্তির বিদায়টাও হল জয় দিয়েই। জেনোয়ার বিরুদ্ধে ৩-২ জিতে সেরি আ-র রানার্স হল রোমা। কিন্তু আজ গ্যালারির মন স্কোরবোর্ডের দিকে ছিল না। বরং দলের দশ নম্বরের ওপর। রিজার্ভে বসে তোত্তি তখন স্রেফ দর্শক। ভক্তরা ভাবছিলেন আদৌ তোত্তি মাঠে নামবেন কি না? ভক্তদের আশঙ্কা অবশ্য পাল্টাল উচ্ছ্বাসে। ৫৪ মিনিটে যখন মহম্মদ সালাহ-র পরিবর্তে মাঠে নামলেন তোত্তি। গ্যালারিও তখন চিৎকার করছে ‘ধন্যবাদ তোত্তি।’ ম্যাচ শেষে তিন পয়েন্ট তুলে নিয়েছে রোমা। কিন্তু তাতেও ভক্তরা ব্যস্ত তোত্তিকে বিদায় জানাতে।
কুড়ি বছরেরও ওপর রোমায় খেললেও মাত্র একটা ইতালিয়ান সেরি আ জিতেছেন তোত্তি। রোমায় থাকার জন্য রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তোত্তি। গোটা কেরিয়ারে বসে এসেছেন রোমাকে তিনি ভালবাসেন। তোত্তির বিদায়টাও তো হল কোনও রাজপুত্রের মতোই।
আরও পড়ুন: ট্রফি দিয়েই বিদায় নিলেন এনরিকে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy