বিনোদ কুমার ফাইল চিত্র
নিষাদ কুমারের পর এবার বিনোদ কুমার। তৃতীয় পদক জিতে নিল ভারত। টোকিয়ো প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে ডিসকাসে ব্রোঞ্জ জিতলেন বিনোদ। ১৯.৯১ মিটার ছুড়েছেন ভারতের এই প্যারালিম্পিয়ান।
ডিসকাসে এফ ৫২ ইভেন্টে ব্রোঞ্জ পেলেন বিনোদ। পদক জেতার পাশাপাশি নতুন এশিয়ান রেকর্ডও গড়েছেন ভারতের এই প্যারালিম্পিয়ান।
প্রাক্তন বিএসএফ জওয়ান বিনোদ দুর্ঘটনার কবলে পড়ে প্রায় এক যুগ পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। বিছানা ছেড়েই উঠতে পারতেন না তিনি। ২০১৬-র রিয়ো অলিম্পিক্সের পর ডিসকাস থ্রো শুরু করেন তিনি। আর তার পাঁচ বছর পরেই এল অলিম্পিক্স পদক।
Vinod Kumar - Remember the name 🤩
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 29, 2021
It's a #Bronze for #IND as his best throw of 19.91m in the Men's Discus Throw F52 final earns the nation their THIRD medal of the day.
P.S - He also set a new Asian record! 🔥#Tokyo2020 #Paralympics #ParaAthletics pic.twitter.com/jv92vZgBDQ
২০১৬ রিয়ো প্যারালিম্পিক্সে চারটি পদক পেয়েছিল ভারত। এতদিন সেটাই ছিল সর্বোচ্চ। এখন রিয়োকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের প্যালিম্পিয়ানদের সামনে। জাতীয় ক্রীড়া দিবসের দিনেই তিনটি পদক এল ভারতে। টেবিল টেনিসে ভাবিনাবেন পটেল রুপো জেতেন। এরপর নিষাদ হাইজাম্পে রুপো পান। এবার ব্রোঞ্জ জিতলেন বিনোদ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy