যত কাণ্ড অলিম্পিক্সে। ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টোকিয়ো অলিম্পিক্সে বিদেশি সমর্থকদের প্রবেশে অনুমতি না-ও দিতে পারে জাপান সরকার। স্থানীয় সংবাদমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, বেশিরভাগ জাপানের বাসিন্দাই অতিমারির মাঝে অলিম্পিক্সে আয়োজনে খুশি নন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জাপানের এক সংবাদপত্রের খবর অনুযায়ী, এ মাসেই বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি (আইওসি)। শুধু বিদেশি নয়, জাপানের বাসিন্দাদেরও স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করা হবে।
বুধবারই আইওসি, প্যারালিম্পিক্স কমিটি এবং জাপান সরকারের বৈঠক হয়েছে। দর্শকদের প্রবেশাধিকার নিয়ে আলোচনা হয়েছে সব থেকে বেশি। এদিনই এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৯১ শতাংশ জাপানবাসী চান স্টেডিয়ামে যত যথাসম্ভব কম বা একেবারেই দর্শক ঢুকতে না দেওয়া হোক। অলিম্পিক্স আয়োজনের বিরোধিতাও করেছেন সিংহভাগ লোক। অলিম্পিক্সে সফল দেশে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, সুইডেনেও বিরোধিতা এসেছে বেশি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy