হেরে গেল ভারত। ছবি: রয়টার্স
বেলজিয়ামের বিরুদ্ধে হেরে গেল ভারত। টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের। সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেলেও এখনই শেষ হয়নি পদক জয়ের আশা। ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন মনপ্রীত সিংহরা। ভারতকে ২-৫ গোলে হারিয়ে দিল বেলজিয়াম।
একাধিক পেনাল্টি কর্নার পেল বেলজিয়াম। সেই সুবিধা নিয়ে ভারতকে হারিয়ে দিল তারা। শুরু থেকেই বলের দখল ছিল মনপ্রীতদের কাছে। ভারতও বেশ কিছু পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি।
শুরু থেকেই লড়াই চালিয়ে গিয়েছে ভারত। গত বারের রুপোজয়ী বেলজিয়ামের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিয়ে গিয়েছে তারা। প্রথম কোয়ার্টারে ২-১ গোলে এগিয়ে ছিল ভারতই। তবে দ্বিতীয় কোয়ার্টারে গোল শোধ করে দেয় বেলজিয়াম।
News Flash: #Hockey: India give their absolute best before going down to reigning World Champion Belgium 2-5 in Semis.
— India_AllSports (@India_AllSports) August 3, 2021
Scoreline might not reflect the fight.
India will next play Bronze medal match.
Proud of your effort boys @TheHockeyIndia #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/ju59ONc4R3
We played our heart out against Belgium, but it just wasn't our day. 💔#INDvBEL #HaiTayyar #IndiaKaGame #Tokyo2020 #TeamIndia #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/I5AzuayqOq
— Hockey India (@TheHockeyIndia) August 3, 2021
Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts. Wishing the Team the very best for the next match and their future endeavours. India is proud of our players.
— Narendra Modi (@narendramodi) August 3, 2021
হেরে গেলেও ভারতের লড়াইয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে লেখেন, ‘জেতা, হারা জীবনের অঙ্গ। ভারতের ছেলেদের হকি দল অলিম্পিক্সে নিজেদের সেরাটা দিয়েছে। সেটাই আসল। পরের ম্যাচের জন্য শুভেচ্ছা জানাই। ভারত তোমাদের জন্য গর্বিত।’
বেলজিয়ামের রক্ষণ ভাঙতে বেশ সমস্যায় পরে ভারত। শেষ মুহূর্তে পেনাল্টিও পেয়ে যায় বেলজিয়াম। তৃতীয় কোয়ার্টারে কোনও দল গোল করতে পারেনি। তবে চতুর্থ কোয়ার্টারে তিনটি গোল করে বেলজিয়াম। ভেঙে যায় ভারতের ফাইনালে যাওয়ার স্বপ্ন। তবে এখনও পদকের আশা শেষ হয়ে যায়নি। ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন মনপ্রীতরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy