অলিম্পিক্সে নীরজ চোপড়ার ঐতিহাসিক সোনা জয়ে গোটা দেশ উচ্ছ্বাসে ভাসছে। বাঙালিদের মধ্যে এই উচ্ছ্বাস একটু বেশি। কারণ নীরজের হাত ধরে টোকিয়োতে বাজল রবীন্দ্র সঙ্গীত। দিনটা ২২ শ্রাবণ।
অলিম্পিক্সে নীরজ সোনা জেতায় প্রথা মেনে ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন-অধিনায়ক জয় হে’ বাজল। সেই সঙ্গে উড়ল ভারতের জাতীয় পতাকা। এই দৃশ্য দেখে বাঙালি আর নিজের আবেগ ধরে রাখতে পারেনি। কারণ দিনটা ছিল ২২ শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন।
নেট মাধ্যমে এই নিয়ে তোলপাড়। বিশ্বকবির মৃত্যুদিনে জাতীয় সঙ্গীত বাজার জন্য নেটাগরিকরা বাড়তি ধন্যবাদ জানিয়েছেন নীরজকে।
This moment is deep engraved in my heart, forever. so so proud. Real tears streaming down my face right now😭♥️#NeerajChoprapic.twitter.com/XNF6GG3NkO
— 𝙉𝙤𝙤𝙧🥀 (@Noorsumera23) August 7, 2021
শনিবার অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতেন নীরজ। অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে এটাই প্রথম কোনও ভারতীয়ের পদক জয়। ব্যক্তিগত বিভাগে এই নিয়ে দ্বিতীয় অলিম্পিক্স সোনা এল ভারতে।