সিমোনে বাইলস। ছবি: রয়টার্স
দলগত ইভেন্টের পর একটি ব্যক্তিগত ইভেন্ট থেকে নাম সরিয়ে নিলেন সিমোনে বাইলস। রিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী নাম সরালেন অল অ্যারাউন্ড ইভেন্ট থেকে। বুধবার এমনটাই জানিয়েছে আমেরিকার জিমন্যাস্ট দল।
আমেরিকার জিমন্যাস্ট দল টুইট করে জানায়, 'স্বাস্থ্য পরীক্ষার পর অল অ্যারাউন্ড ইভেন্ট থেকে সরে গেলেন সিমোনে বাইলস। ওর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সিমোনের সাহস প্রমাণ করে কেন ও সকলের অনুপ্রেরণা।'
রিয়ো অলিম্পিক্সে চারটি সোনা জিতেছিলেন সিমোনে। আমেরিকার জিমন্যাস্ট দল জানিয়েছে মানসিক ভাবে নিজেকে তৈরি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
After further medical evaluation, Simone Biles has withdrawn from the final individual all-around competition. We wholeheartedly support Simone’s decision and applaud her bravery in prioritizing her well-being. Her courage shows, yet again, why she is a role model for so many. pic.twitter.com/6ILdtSQF7o
— USA Gymnastics (@USAGym) July 28, 2021
মঙ্গলবার আর্টিস্টিক জিমন্যাসটিক্সের দলগত ফাইনাল থেকে নাম তুলে নিয়েছিলেন সিমোনে। নিজে সরে গেলেও দলকে উৎসাহ দিয়েছিলেন তিনি। দলকে সাহস দিয়েছিলেন পদক জয়ের। রুপো জেতে আমেরিকার জিমন্যাস্ট দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy