মেরি কম। ছবি: রয়টার্স
কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেন না মেরি কম। ভ্যালেন্সিয়ার কাছে হেরে গেলেন তিনি। ২-৩ ব্যবধানে হেরে গেলেন মেরি কম।
জিতলেই কোয়ার্টার ফাইনালে মেরি কম। কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলছেন তিনি।
মেয়েদের ২৫ মিটার পিস্তলে পরের রাউন্ডে উঠলেন মনু ভাকের এবং রাহি স্বর্ণবাট। প্রথম যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করেন মনু। ২৫ নম্বর স্থানে রাহি।
জামাইকার রিকার্ডো ব্রাউনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সতীশ। পদক জয়ের থেকে মাত্র এক ম্যাচ দূরে তিনি।
প্রাক্তন অলিম্পিক্সজয়ীকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন বাংলার তিরন্দাজ। টাই ব্রেকারে ১০ পয়েন্ট মেরে জিতলেন তিনি। গ্যালারি থেকে উৎসাহ দিতে দেখা গেল স্ত্রী দীপিকা কুমারীকে। পরের ম্যাচে অতনু খেলবেন জাপানের তাকাহারু ফুরুকাওয়ার বিরুদ্ধে।
৫-৫ ব্যবধানে ড্র। কোরিয়ার প্রতিযোগীর বিরুদ্ধে দারুণ লড়াই অতনুর।
তৃতীয় সেটের শেষে ২-৪ ব্যবধানে পিছিয়ে রয়েছেন অতনু। কোরিয়ার ওহ জিনের বিরুদ্ধে পিছিয়ে রয়েছেন তিনি।
প্রথম সেটে হার অতনুর। ২৫-২৬ ব্যবধানে হারলেন তিনি।
৬-৪ ব্যবধানে চাইনিজ তাইপেইয়ের শেনকে হারিয়ে দিলেন বাংলার অতনু দাস।
অলিম্পিক্সে ফের সাফল্য পেল ভারতীয় পুরুষ হকি দল। গ্রুপ পর্যায়ের ম্যাচে বৃহস্পতিবার আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারাল তাঁরা। এই নিয়ে অলিম্পক্সে তৃতীয় জয় পেল ভারতীয় হকি দল। ম্যাচের প্রথম গোল করে ভারত। পাল্টা গোল করে সমতা ফেরায় আর্জেন্টিনা। খেলার একেবারে শেষ মুহূর্তে পর পর দু’গোল করে জয় নিশ্চিত করে ভারতীয় পুরুষ হকি দলের সদস্যরা।
ডেনমার্কের মিয়ার বিরুদ্ধে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে জিতলেন সিন্ধু। ৪০ মিনিটের লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে তিনি।
কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু। ২১-১৩ ব্যবধানে জয় পেলেন তিনি।
ডেনমার্কের মিয়ার বিরুদ্ধে দারুণ ছন্দে সিন্ধু। ১১-৬ ব্যবধানে দ্বিতীয় গেমে এগিয়ে রয়েছেন তিনি। প্রথম গেমে জিতেছেন ২১-১৫ ব্যবধানে।
কিছুক্ষণের মধ্যেই নামবেন বাংলার অতনু দাস। চাইনিজ তাইপেইয়ের ডেং ইউ-চেংয়ের বিরুদ্ধে রাউন্ডে খেলতে নামবেন তিনি।
কোয়ার্টার ফাইনালের পথে পা বাড়ালেন সিন্ধু। ২১-১৫ ব্যবধানে প্রথম গেমে জয় ছিনিয়ে নিলেন তিনি। আর একটি গেম জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠবেন সিন্ধু।
ভারত বনাম আর্জেন্টিনা ম্যাচে এখনও কোনও গোল হয়নি। গত বারের অলিম্পিক্স চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নেমেছেন মনপ্রীতরা।
সিন্ধুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন মিয়া। কোর্টের মধ্যে ছুটে বেড়াচ্ছেন ডেনমার্কের প্রতিযোগী। ১৭-১৫ ব্যবধানে এগিয়ে সিন্ধু।
ব্যাডমিন্টনে ১১-৬ ব্যবধানে প্রথম গেমে এগিয়ে সিন্ধু।
ভারত বনাম আর্জেন্টিনা হকি ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ গোলশূন্য ভাবেই।
প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে নামছেন পি ভি সিন্ধু। বিপক্ষে রয়েছেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্থ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy