পি ভি সিন্ধু। ফাইল ছবি
আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স। ভারতের নামী ক্রীড়াবিদদের সেখানে খেলতে দেখা যাবে। দেশকে পদক এনে দিতে প্রত্যেকেই মরিয়া।
কারওরই সাফল্য একদিনে আসেনি। দীর্ঘদিন কঠোর পরিশ্রম, ঘাম ঝরানোর পর সাফল্য পেয়েছেন। প্রত্যেক ক্রীড়াবিদের সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা আলাদা গল্প। সেই গল্পই এবার আমজনতার সামনে বলবেন তাঁরা।
এই উদ্যোগ নিয়েছে একটি সংস্থা। অলিম্পিক্সগামী ক্রীড়াবিদদের সমর্থনের পাশাপাশি তারা শুরু করেছে ‘চেজ ইয়োর ড্রিমস’ প্রকল্প। মেরি কম, পি ভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত এবং সাক্ষী মালিককে নিজেদের বেড়ে ওঠার কাহিনী বলতে শোনা যাবে।
শুধু তাই নয়, আধুনিক ক্রীড়াবিদরা যাতে সেই কথা শুনে অনুপ্রেরণা পান, তার ব্যবস্থাও করা হয়েছে। সিন্ধু বলেছেন, “জীবনে বহু চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। কিন্তু মানুষের থেকে যে ভালবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy