জয় পেলেন মনপ্রীত সিংহরা। ছবি: পিটিআই
অলিম্পিক্সে একাধিক খেলায় জয় ভারতের। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় সব খেলাতেই জয় পেল ভারতীয় প্রতিযোগীরা। কোনও খেলায় উঠলেন কোয়ার্টার ফাইনালে, কোনও খেলায় প্রি কোয়ার্টারে। দেখে নেওয়া যাক এখনও অবধি কোন কোন খেলায় কেমন ফল করল ভারত।
হকি (পুরুষ)
জয় পেলেন মনপ্রীত সিংহরা। গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করল ভারত। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। গ্রুপের শেষ ম্যাচ জাপানের বিরুদ্ধে। সেই ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালে ভারত।
News Flash: #Hockey : India confirm their spot in QF after BEATING reigning Olympic Champions Argentina 3-1 in their 4th Pool match.
— India_AllSports (@India_AllSports) July 29, 2021
1st goal: Via PC via Varun Kumar
2nd goal: Field goal via Vivek Prasad
3rd goal: PC via Harmanpreet Singh #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/ETgPtK4W2q
ব্যাডমিন্টন (মহিলাদের সিঙ্গলস)
কোয়ার্টার ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। ডেনমার্কের মিয়া ব্লিচফেল্থকে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে হারিয়ে দিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে খেলবেন সিন্ধু। শুক্রবার জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবেন রিয়ো অলিম্পিক্সের রুপোজয়ী।
News Flash:
— India_AllSports (@India_AllSports) July 29, 2021
P.V Sindhu cruises into QF with 21-15, 21-13 win over World No. 12 Mia Blichfeldt.
📷 : @Olympics #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/zgB5eDaiJ7
বক্সিং (৯১ কেজি)
কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সতীশ কুমার। জামাইকার রিকার্ডো ব্রাউনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন তিনি। পরের ম্যাচে তিনি মুখোমুখি হবেন উজবেকিস্তানের বাখোদির জালোলভের। সেই ম্যাচে জিতলেই পদক নিশ্চিত সতীশের।
News Flash:
— India_AllSports (@India_AllSports) July 29, 2021
Boxing: Satish Kumar is through to QF (+91kg) after beating Ricardo Brown (Jamaica) 4:1.
Satish is now just one win away from a medal. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/cEvUEIZTWJ
তিরন্দাজি (পুরুষ)
প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন অতনু দাস। প্রাক্তন অলিম্পিক্সজয়ীকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন বাংলার তিরন্দাজ। টাই ব্রেকারে ১০ পয়েন্ট মেরে জিতলেন তিনি। গ্যালারি থেকে উৎসাহ দিতে দেখা গেল স্ত্রী দীপিকা কুমারীকে। পরের ম্যাচে অতনু খেলবেন জাপানের তাকাহারু ফুরুকাওয়ার বিরুদ্ধে।
রোয়িং (পুরুষ)
রোয়িংয়ে ফাইনাল বি পর্বে নেমেছিল ভারত। ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে শেষ করেন অর্জুন লাল এবং অরবিন্দ সিংহ। দুই ফাইনাল মিলিয়ে ১১ নম্বরে শেষ করল ভারত। রোয়িংয়ে এখনও অবধি এটাই সেরা ফল ভারতের। রিয়ো অলিম্পিক্সে ১৩ নম্বর স্থানে শেষ করেছিল ভারত।
২৫ মিটার পিস্তল (মহিলা)
প্রথম যোগ্যতা অর্জন পর্বে সাফল্য পেলেন মনু ভাকের এবং রাহি সরনোবত। পঞ্চম স্থানে শেষ করেন মনু। রাহি শেষ করেন ২৫ নম্বরে। শুক্রবার ভোরে পরের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামবেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy