মেরি কম টুইটার
বৃহস্পতিবার অলিম্পিক্সের প্রি কোয়ার্টার ফাইনালে হেরে কান্নায় ভেঙে পড়েন মেরি কম। ভারতের বক্সারের দাবি ছিল ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে তাঁকে। তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। মেরি কমের জীবন নিয়ে তৈরি ছবিতে ভারতের এই বক্সারের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা।
টুইট করে তিনি লেখেন, ‘তুমি আমাদের অনুপ্রেরণা। তুমি দেখিয়েছ আবেগ আর দায়বদ্ধতা কাকে বলে। চ্যাম্পিয়নরা এরকমই হয়।’ বৃহস্পতিবার ম্যাচের পর মেরি ভেবেছিলেন তিনি জিতে গিয়েছেন। কিন্তু বিচারকদের বিচারে মাত্র ১ পয়েন্টে জেতেন কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়া।
ম্যাচের পর মেরি বলেন, ‘‘আমি ভেবেছিলাম আমিই জিতেছি কিন্তু কিছু সময় পরে বুঝতে পেরে অবাক হয়ে যাই।’’
This is what the ultimate champion looks like…
— PRIYANKA (@priyankachopra) July 29, 2021
Bravo @MangteC… you’ve shown us how to go the distance with passion and dedication. You inspire us and make us proud Every.Single.Time 🙌🏽 #Legend pic.twitter.com/jXnoiUEznu
মেরির পাশে দাঁড়িয়ে টুইট করেছেন কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেন রিজিজুও। তিনি লেখেন, ‘মেরি কম আপনি মাত্র এক পয়েন্টে হেরেছেন। আমাদের জন্য আপনি সর্বদা চ্যাম্পিয়ন। আপনি যা অর্জন করেছেন তা বিশ্বের অন্য কোনও মহিলা বক্সার পারেননি। আপনার মত একজন কিংবদন্তির জন্য দেশ গর্বিত। অলিম্পিক্স আপনার অভাব অনুভব করবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy