লভলিনা এবং সিন্ধু। ছবি: রয়টার্স
জাপানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
সেমিফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু। জাপানের ইয়ামাগুচির বিরুদ্ধে জয় ২১-১৩, ২২-২০ ব্যবধানে।
দ্বিতীয় গেমের শুরুতেও এগিয়ে সিন্ধু। ৪-৩ ফলে এগিয়ে রয়েছেন ভারতীয় শাটলার।
২১-১৩ ব্যবধানে জয়ী সিন্ধু। আর একটি গেমে জিতলেই জয় নিশ্চিত।
শান্ত মাথায় দৌড় করাচ্ছেন ইয়ামাগুচিকে। ১৭-১১ ব্যবধানে এগিয়ে সিন্ধু।
লম্বা র্যালি খেললেন দু'জনে। শেষে জয় সিন্ধুরই।
৮-৬ ব্যবধানে এগিয়ে গেলেন সিন্ধু। পিছিয়ে থাকা অবস্থা থেকেও ফিরে এলেন।
পিছিয়ে ছিলেন। তবে লড়াই ছাড়েননি সিন্ধু। ৬-৬ ব্যবধান প্রথম গেমে।
খেলা শুরু। প্রথম পয়েন্ট ছিনিয়ে নিলেন জাপানের ইয়ামাগুচি।
ইয়ামাগুচির বিরুদ্ধে জিতলেই পদক নিশ্চিত সিন্ধুর। শুক্রবারের ম্যাচ জিতে ভারতের পদকের সংখ্যা বাড়াতে চাইবেন সিন্ধুও।
ভারতের চোখ এখন সিন্ধুর দিকে। ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছেন তিনি। বিপক্ষে জাপানের আকানে ইয়ামাগুচি।
কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু তিরন্দাজ দীপিকা কুমারীর। তাঁর বিরুদ্ধে কোরিয়ার আন সান।
অবশেষে মেয়েদের হকিতে জয় পেল ভারত। ১-০ গোলে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে।
মেয়েদের ১০০ মিটার দৌড়ে হিট থেকেই বিদায় নিলেন দ্যুতি চন্দ। সাত নম্বরে শেষ করলেন তিনি।
Dutee Chand finished 45th overall out of 54 athletes in 100m race.
— India_AllSports (@India_AllSports) July 30, 2021
She finished 7th (out of 8 athletes) in her Heat clocking 11.54s.
Her PB: 11.17s would have been enough to take her into Semis. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports https://t.co/2Z9tScysFE pic.twitter.com/KjIHlITMXW
টোকিয়ো অলিম্পিক্স থেকে দ্বিতীয় পদক আসছে ভারতের। চাইনিজ তাইপেইয়ের চেনকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিলেন লভলিনা। সেমিফাইনালে উঠলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy