Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
লড়াইয়ে ভারতীয় হকি দল।

লড়াইয়ে ভারতীয় হকি দল। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৯:৪৫
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৯:৪৪ key status

ইতিহাস গড়লেন মনপ্রীতরা

টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় ভারতের। ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে দিল তারা।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:৪৭ key status

শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার পেল ভারত

Advertisement
timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:৪৪

দারুণ রক্ষণ ভারতের

পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারল না জার্মানি। ভারতীয় রক্ষণ রুখে দিল তাদের।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:৪৩

পেনাল্টি কর্নার পেল জার্মানি

শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার পেল জার্মানি।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:৪২

গোলরক্ষণকে তুলে নিল জার্মানি

গোলরক্ষকের বদলের আরও একজন বাড়তি খেলোয়াড় নামাল জার্মানি। জার্মান গোল অরক্ষিত। সুযোগ নেওয়ার চেষ্টায় ভারত।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:৩৬

পেনাল্টি কর্নার পেল জার্মানি

পেনাল্টি কর্নার পেয়েছিল জার্মানি। কিন্তু গোল করতে পারেনি। ভারতীয় রক্ষণ রুখে দিল তাদের।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:৩২

সুযোগ নষ্ট করল ভারত

জার্মান গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন মনদীপ। কিন্তু শট নিতে একটু দেরি করে ফেলায় গোল করতে পারলেন না তিনি।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:২৯

ভারত ৫ - জার্মানি ৪

একটি গোল শোধ করল জার্মানি। খেলা শেষ হতে এখনও ১১ মিনিট বাকি।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:২৭

চতুর্থ কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার পেল জার্মানি

পেনাল্টি কর্নার পেল জার্মানি। একটি গোল শোধ করল তারা।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:২১ key status

তৃতীয় কোয়ার্টার শেষে এগিয়ে ভারত

লড়াই এ বার চতুর্থ কোয়ার্টারে। শেষ ১৫ মিনিটে একাধিক গোল না খেলে ব্রোঞ্জ নিশ্চিত ভারতের।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:১৭

পর পর তিনটি পেনাল্টি কর্নার পেল জার্মানি

তিনটি পেনাল্টি কর্নার পর পর পেল জার্মানি। তবে গোল করতে পারেনি। ভারতের রক্ষণ ভাঙতে পারেনি তারা।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:১৬

এ বার পেনাল্টি কর্নার পেল জার্মানি

পেনাল্টি কর্নার মারার সুযোগ পেল জার্মানি।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:১২

আরও একটি পেনাল্টি কর্নার ভারতের

পর পর পেনাল্টি কর্নার তুলে নিচ্ছে ভারত। এর আগে পেনাল্টি কর্নার থেকে দুটো গোল করেছে ভারত। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:১১

পেনাল্টি কর্নার পেল ভারত

ফের পেনাল্টি কর্নার পেল ভারত। গোল করতে পারল না তারা। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:১১

ম্যাচে ফেরার চেষ্টায় চাপ বাড়াচ্ছে জার্মানি

পিছিয়ে রয়েছে জার্মানি। চেষ্টা করছে ম্যাচে ফেরার। তবে ভারতের জমাট রক্ষণ বার বার বাধা তৈরি করছে তাদের সামনে।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:০৪ key status

ভারত ৫ - জার্মানি ৩

দ্বিতীয় গোল সিমরনজিতের। ৫-৩ গোলে এগিয়ে গেল ভারত। ব্রোঞ্জ জয়ের আশা বাড়ছে মনপ্রীতদের। 

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৮:০২ key status

ভারত ৪ - জার্মানি ৩

এগিয়ে ফেল ভারত। ব্রোঞ্জ জয়ের ম্যাচে ৪-৩ গোলে এগিয়ে মনপ্রীতরা। পেনাল্টি থেকে গোল করলেন রূপিন্দর পাল সিংহ।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৭:৫৯

পেনাল্টি পেল ভারত

জার্মানির বিরুদ্ধে পেনাল্টি পেল ভারত।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৭:৫০ key status

দ্বিতীয় কোয়ার্টারে পাঁচ গোল

দ্বিতীয় কোয়ার্টারে দুই দল মিলিয়ে পাঁচটি গোল হল। প্রথম কোয়ার্টারে ০-১ গোলে পিছিয়ে ছিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সেই গোল শোধ করে দেন সিমরঞ্জিত। তবে জার্মানি এগিয়ে যায় ৩-১ গোলে। তবু লড়াই চালিয়ে গিয়েছে ভারত। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই সেই দুই গোল শোধ করে দেয় জার্মান। ৩-৩ করে দেয় ভারত।

timer শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৭:৪৭ key status

ভারত ৩ - জার্মানি ৩

ফের পেনাল্টি কর্নার থেকে গোল ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে ৩-৩ করে ফেলল তারা। দু'গোলে পিছিয়ে থেকেও ফিরে এল ভারত। গোল করলেন হার্দিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy