লড়াইয়ে ভারতীয় হকি দল। ছবি: রয়টার্স
টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় ভারতের। ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে দিল তারা।
পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারল না জার্মানি। ভারতীয় রক্ষণ রুখে দিল তাদের।
শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার পেল জার্মানি।
গোলরক্ষকের বদলের আরও একজন বাড়তি খেলোয়াড় নামাল জার্মানি। জার্মান গোল অরক্ষিত। সুযোগ নেওয়ার চেষ্টায় ভারত।
পেনাল্টি কর্নার পেয়েছিল জার্মানি। কিন্তু গোল করতে পারেনি। ভারতীয় রক্ষণ রুখে দিল তাদের।
জার্মান গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন মনদীপ। কিন্তু শট নিতে একটু দেরি করে ফেলায় গোল করতে পারলেন না তিনি।
একটি গোল শোধ করল জার্মানি। খেলা শেষ হতে এখনও ১১ মিনিট বাকি।
পেনাল্টি কর্নার পেল জার্মানি। একটি গোল শোধ করল তারা।
লড়াই এ বার চতুর্থ কোয়ার্টারে। শেষ ১৫ মিনিটে একাধিক গোল না খেলে ব্রোঞ্জ নিশ্চিত ভারতের।
তিনটি পেনাল্টি কর্নার পর পর পেল জার্মানি। তবে গোল করতে পারেনি। ভারতের রক্ষণ ভাঙতে পারেনি তারা।
পেনাল্টি কর্নার মারার সুযোগ পেল জার্মানি।
পর পর পেনাল্টি কর্নার তুলে নিচ্ছে ভারত। এর আগে পেনাল্টি কর্নার থেকে দুটো গোল করেছে ভারত।
ফের পেনাল্টি কর্নার পেল ভারত। গোল করতে পারল না তারা।
পিছিয়ে রয়েছে জার্মানি। চেষ্টা করছে ম্যাচে ফেরার। তবে ভারতের জমাট রক্ষণ বার বার বাধা তৈরি করছে তাদের সামনে।
দ্বিতীয় গোল সিমরনজিতের। ৫-৩ গোলে এগিয়ে গেল ভারত। ব্রোঞ্জ জয়ের আশা বাড়ছে মনপ্রীতদের।
এগিয়ে ফেল ভারত। ব্রোঞ্জ জয়ের ম্যাচে ৪-৩ গোলে এগিয়ে মনপ্রীতরা। পেনাল্টি থেকে গোল করলেন রূপিন্দর পাল সিংহ।
দ্বিতীয় কোয়ার্টারে দুই দল মিলিয়ে পাঁচটি গোল হল। প্রথম কোয়ার্টারে ০-১ গোলে পিছিয়ে ছিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সেই গোল শোধ করে দেন সিমরঞ্জিত। তবে জার্মানি এগিয়ে যায় ৩-১ গোলে। তবু লড়াই চালিয়ে গিয়েছে ভারত। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই সেই দুই গোল শোধ করে দেয় জার্মান। ৩-৩ করে দেয় ভারত।
ফের পেনাল্টি কর্নার থেকে গোল ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে ৩-৩ করে ফেলল তারা। দু'গোলে পিছিয়ে থেকেও ফিরে এল ভারত। গোল করলেন হার্দিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy