গেমস ভিলেজে একটি খাটে ন’জন প্রতিযোগী। ছবি: টুইটার থেকে
খাট ভেঙে দিলেন ইজরাইলের প্রতিযোগীরা। এ বারের অলিম্পিক্স ভিলেজের খাটকে ‘অ্যান্টি সেক্স বেড’ নাম দেওয়া হয়েছিল। সেই খাটে এক জনের বেশি উঠলে বা বেশি নড়াচড়া করলেই ভেঙে যাবে বলে জানা গিয়েছিল। তবে এক প্রতিযোগী খাটের উপর লাফানোর ভিডিয়ো প্রকাশ করেন। বুঝিয়ে দেন খাট ভাঙছে না। তবে অবশেষে সেই খাট ভেঙেই ছাড়লেন ইজরাইলের প্রতিযোগীরা।
একটি ভিডিয়ো ভাইরাল হয় নেটমাধ্যমে। তাতে দেখা যায় গেমস ভিলেজে একটি খাটে ন’জন প্রতিযোগী। তাঁরা লাফাচ্ছেন। এক সময় ভেঙে যায় খাট। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি।
তবে এই ঘটনা খুব ভাল চোখে দেখেনি জাপানের মানুষ। অনেকে নেটমাধ্যমে লেখেন, ‘অন্যের জিনিস এ ভাবে নষ্ট করার কী অর্থ?’ কেউ লেখেন, ‘এই ঘটনা একদমই মজার নয়। একজন জাপানি হিসেবে খুবই দুঃখের।’
"נראה כמה ישראלים צריך כדי לשבור את אחת ממיטות הקרטון": סרטון טיקטוק שהעלה שחקן נבחרת הבייסבול של ישראל לטוקיו 2020, בן ווגנר, מראה את שחקני הנבחרת "בוחנים" את עמידות המיטות בכפר האולימפי, כשהם קופצים על אחת המיטות בחדר עד שהיא נשברת@lianwildau pic.twitter.com/ATfDU70lww
— כאן חדשות (@kann_news) July 27, 2021
এই বিছানা সম্পর্কে আমেরিকার দৌড়বিদ পল চেলিমো টুইট করে লিখেছিলেন, ‘করোনার সময় যাতে ঘনিষ্ঠতা এড়ানো যায়, সেই জন্যই এমন বিছানা বানানো হয়েছে।’ অনেকের মতো তিনিও ভেবেছিলেন এটি ‘অ্যান্টি সেক্স বেড।’ তবে অনেকেই প্রমাণ করেছিলেন তা একেবারেই নয়। ইজরাইলের ন’জন প্রতিযোগী মিলে বিছানা ভেঙে যেন প্রমাণ করলেন সত্যিই পোক্ত এই খাট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy