রানি রামপালরা নামবেন ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে। ছবি: টুইটার থেকে
আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে ভারতের সামনে। টোকিয়ো অলিম্পিক্সে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে রানি রামপালরা নামবেন ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে। রিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী গ্রেট ব্রিটেন যে খুব সহজ প্রতিপক্ষ নয়, তা বলাই বাহুল্য।
টোকিয়ো অলিম্পিক্সে শুরুটা হয়েছিল হার দিয়ে। গ্রুপ পর্বের ম্যাচে জার্মানির বিরুদ্ধে ১-২ গোলে হেরে গিয়েছিল গত বারের চ্যাম্পিয়নরা। সেই ধাক্কা যদিও কাটিয়ে ওঠে পরের ম্যাচেই। দক্ষিণ আফ্রিকাকে ৪-১ গোলে হারিয়ে দেয় ব্রিটেন। ভারতের বিরুদ্ধেও জয় পান হলি পার্ন-ওয়েবরা। ৪-১ গোলে হারিয়ে দিয়েছিলেন রানি রামপালদের। পরের ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ব্রিটেনের কাছে ০-১ গোলে হেরে যায় তারা। আয়ারল্যান্ডকে ব্রিটেন হারায় ২-০ গোলে।
News Flash: #Hockey (Women): India go down fighting to World no. 2 Argentina 1-2 in Semis.
— India_AllSports (@India_AllSports) August 4, 2021
Absolutely proud of the way girls gave their absolute best. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/opUOnxwI1z
A spirited performance from the Indian Women's Team but we go down fighting against Argentina. 💔#ARGvIND #HaiTayyar #IndiaKaGame #Tokyo2020 #TeamIndia #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/PsJZhyjwnQ
— Hockey India (@TheHockeyIndia) August 4, 2021
কোয়ার্টার ফাইনালে যদিও সহজ জয় আসেনি। স্পেনের বিরুদ্ধে লড়াই গড়ায় পেনাল্টিতে। তবে জেতেন হলিরাই। সেমিফাইনালে তাদের লড়াই ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বুধবার সেই লড়াইয়ে ১-৫ গোলে হেরে যায় ব্রিটেন। গত বারের সোনার পদক ধরে রাখতে পারল না তারা। ভারতের বিরুদ্ধে এই ব্রিটেনই নামবে ব্রোঞ্জের লড়াইয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy