সেমিফাইনালে চলে গেল ভারত। ছবি: রয়টার্স
অলিম্পিক্সে হকির সেমিফাইনালে চলে গেল ভারত। পথটা একেবারেই সহজ ছিল না। বিশেষ করে দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ৭ গোল খাওয়ার পর দলের মনোবল ভেঙে যায়। অনেকেই মনে করেছিলেন সেখান থেকে ভারতের ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। কিন্তু তারপর সবকটি ম্যাচ জিতে ভারতীয় হকি দল পদক জয় থেকে আর এক ধাপ দূরে।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় ভারত। রুপিন্দর পাল সিংহ ১টি এবং হরমনপ্রীত সিংহ ২টি গোল করেন।
পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১-৭ ব্যবধানে হারতে হয় ভারতকে। ম্যাচে ভারতের একমাত্র গোল দিলপ্রীত সিংহের।
And our boys have done it! 🥳🥳
— India_AllSports (@India_AllSports) August 1, 2021
India storm into Semis of Men's Hockey after beating Great Britain 3-1.
Its first time in 41 yrs that Indian Hockey team has reached Olympic Semis.
Such a special special feeling folks. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/yfOVzzltZx
তৃতীয় ম্যাচে ভারত স্পেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয়। সিমনরজিত সিংহ ১টি গোল করেন। জোড়া গোল রুপিন্দরের।
গ্রুপের চতুর্থ ম্যাচে ভারত ৩-১ ব্যবধানে হারায় গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। গ্রুপ পর্বে সেটিই ছিল ভারতের সেরা পারফরম্যান্স। বরুণ কুমার, বিবেক প্রসাদ এবং হরমনপ্রীত গোল করেন।
গ্রুপের শেষ ম্যাচ ছিল জাপানের সঙ্গে। ভারত জেতে ৫-৩ ব্যবধানে। সেই ম্যাচে জোড়া গোল করেন গুরজন্ত সিংহ। বাকি গোলগুলি করেন হরমনপ্রীত, শামশের সিংহ এবং নীলকান্ত শর্মা।
সবশেষে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়। দিলপ্রীত, গুরজন্ত এবং হার্দিক সিংহ গোল করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy