সোনা গলায় নীরজ। ছবি পিটিআই
টোকিয়োয় বসে বুঝতে পারছেন দেশে কী পরিমাণে উচ্ছ্বাস চলছে। কিন্তু সেই অনুভূতিটা ঠিক উপলব্ধি করতে পাচ্ছেন না। নীরজ চোপড়া মনে করছেন দেশে ফিরলে তাঁর সোনাজয়ের আসল রূপটা দেখতে পাবেন তিনি। তাই দেশে ফেরার জন্য ছটফট করছেন তিনি।
এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে নীরজ বলেছেন, “আমার খেলোয়াড়ি জীবনে এটাই সব থেকে বড় দিন। অ্যাথলেটিক্সে সোনা জেতা বিরাট ব্যাপার। অলিম্পিক্সের রেকর্ড ভাঙতে চেয়েছিলাম, কিন্তু সেটা হল না।”
বাড়ির লোকের সঙ্গে এখনও কথা বলেননি নীরজ। কিন্তু ভিডিয়োতে পরিবার এবং গ্রামবাসীদের উচ্ছ্বাস দেখেছেন। টোকিয়োয় বসেও সেই অনুভূতি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন নীরজ।
Still processing this feeling. To all of India and beyond, thank you so much for your support and blessings that have helped me reach this stage.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 8, 2021
This moment will live with me forever 🙏🏽 pic.twitter.com/BawhZTk9Kk
বলেছেন, “দ্বিতীয় থ্রোয়ের পরেও নিশ্চিত ছিলাম না যে সোনা পাব। কিন্তু এটা জানতাম নিজের সেরা থ্রো করেছি। প্রতিযোগিতায় লড়ার সময় সোনার ব্যাপারে ভাবলে চলে না। শুধু কী করে নিজেকে ছাপিয়ে যাওয়া যায় সেটা ভাবতে হয়।”
নীরজের সংযোজন, “অনেকেই ভেবেছিলেন যে (জোহানেস) ভেটারকে আমি ছুঁতে পারব না। কিন্তু অলিম্পিক্সে বিশ্ব র্যাঙ্কিং কাজে লাগে না। সেই দিন যে ভাল খেলতে পারবে সেই জিতবে। ওকে ফাইনাল থেকে ছিটকে যেতে দেখে খারাপ লেগেছিল। কোনও কোনও সময়ে বিরাট মাপের খেলোয়াড়ও নির্দিষ্ট দিনে ভাল খেলতে পারে না।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy