Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Tokyo Olympic 2020

Tokyo Olympics: অলিম্পিক্সে বেহাল দশা জাপানের পানশালাগুলির, অস্তিত্বের সঙ্কট

অলিম্পিক্সে দর্শক না থাকায় সমস্যায় পড়েছে টোকিয়ো শহরের একাধিক পানশালা। বিভিন্ন দেশের দর্শক এসে ভিড় করার কথা থাকলেও তা হচ্ছে না।

টোকিয়োর পানশালায় দেখা যাচ্ছে এই দৃশ্য

টোকিয়োর পানশালায় দেখা যাচ্ছে এই দৃশ্য টুইটার

সংবাদ সংস্থা
টোকিয়ো শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ০৮:২১
Share: Save:

একটা দেশে অলিম্পিক্স হলে নাকি তার চেহারাই বদলে যায়। তবে করোনা আবহে টোকিয়োর চেহারাটা একেবারে আলাদা। চারিদিক শুনশান। এই নিঃস্তব্ধতার মাঝেই চলছে অলিম্পিক্স

আসলে অলিম্পিক্সে দর্শক না থাকায় সমস্যায় পড়েছে টোকিয়ো শহরের একাধিক পানশালা। বিভিন্ন দেশের দর্শক এসে ভিড় করার কথা থাকলেও তা হচ্ছে না। সাধারণ মানুষ চাইলে আসতেই পারেন, তবে পানশালার পরিবেশে তাঁদের মন ভরবে না। কারণ চিৎকার করা বা গান করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে গোটা পানশালাই স্তব্ধ। চিয়ারলিডাররাও নাচছেন গান ছাড়াই। শহরের এক পানশালার মালিক বলেন, ‘‘আমি জানি না আমরা আমাদের ব্যবসা আর চালাতে পারব কিনা। তবে আমাদের আরও পরিশ্রম করতে হবে। কারণ আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’’

এই পানশালাগুলিতে বসে অলিম্পিক্স দেখার সুযোগ থাকছে সাধারণ মানুষের। তবে সবটাই নিঃশব্দে। খুব বেশি মানুষ শহরের পানশালাগুলিতে না এলেও কয়েকজন অবশ্য বেশ উপভোগ করছেন এই নিস্তব্ধতা।

বছর ২৭-এর দাইচি যেমন বলেন, ‘‘আমি এখানে এসে অলিম্পিক্স দেখছি। এই মুহূর্তে পরিস্থিতি খুব ভাল নয়। তাই খুব বেশি মানুষ আসেননি এই পানশালাগুলিতে। তাই আমার বেশ ভাল লাগছে। মনে হচ্ছে গোটাটাই আমার নিজের। এমনিতেও সপ্তাহের মাঝে যখন ভিড় কম থাকে তখনই আমি এখানে আসি।’’

এই সময় জাপানে অলিম্পিক্স আয়োজন নিয়ে এখনও ক্ষুব্ধ প্রচুর সাধারণ মানুষ। উদ্বোধনের আগে বারবার বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

অন্য বিষয়গুলি:

Japan COVID 19 Tokyo 2020 Tokyo Olympic 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE