টোকিয়োর পানশালায় দেখা যাচ্ছে এই দৃশ্য টুইটার
একটা দেশে অলিম্পিক্স হলে নাকি তার চেহারাই বদলে যায়। তবে করোনা আবহে টোকিয়োর চেহারাটা একেবারে আলাদা। চারিদিক শুনশান। এই নিঃস্তব্ধতার মাঝেই চলছে অলিম্পিক্স।
আসলে অলিম্পিক্সে দর্শক না থাকায় সমস্যায় পড়েছে টোকিয়ো শহরের একাধিক পানশালা। বিভিন্ন দেশের দর্শক এসে ভিড় করার কথা থাকলেও তা হচ্ছে না। সাধারণ মানুষ চাইলে আসতেই পারেন, তবে পানশালার পরিবেশে তাঁদের মন ভরবে না। কারণ চিৎকার করা বা গান করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে গোটা পানশালাই স্তব্ধ। চিয়ারলিডাররাও নাচছেন গান ছাড়াই। শহরের এক পানশালার মালিক বলেন, ‘‘আমি জানি না আমরা আমাদের ব্যবসা আর চালাতে পারব কিনা। তবে আমাদের আরও পরিশ্রম করতে হবে। কারণ আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’’
এই পানশালাগুলিতে বসে অলিম্পিক্স দেখার সুযোগ থাকছে সাধারণ মানুষের। তবে সবটাই নিঃশব্দে। খুব বেশি মানুষ শহরের পানশালাগুলিতে না এলেও কয়েকজন অবশ্য বেশ উপভোগ করছেন এই নিস্তব্ধতা।
বছর ২৭-এর দাইচি যেমন বলেন, ‘‘আমি এখানে এসে অলিম্পিক্স দেখছি। এই মুহূর্তে পরিস্থিতি খুব ভাল নয়। তাই খুব বেশি মানুষ আসেননি এই পানশালাগুলিতে। তাই আমার বেশ ভাল লাগছে। মনে হচ্ছে গোটাটাই আমার নিজের। এমনিতেও সপ্তাহের মাঝে যখন ভিড় কম থাকে তখনই আমি এখানে আসি।’’
Muted cheering at a cheerleader-themed bar in Tokyo amid a spectator-less Olympics #Tokyo2020 pic.twitter.com/EROf6zF6au
— Reuters Sports (@ReutersSports) July 30, 2021
এই সময় জাপানে অলিম্পিক্স আয়োজন নিয়ে এখনও ক্ষুব্ধ প্রচুর সাধারণ মানুষ। উদ্বোধনের আগে বারবার বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy