বাছাই পর্বে বেশ খারাপ ছিল অতনুর পারফরম্যান্স। ছবি: রয়টার্স
টোকিয়ো অলিম্পিক্সের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন বাংলার অতনু দাস। লন্ডন অলিম্পিক্সের সোনাজয়ী তিরন্দাজ ওহ জিন হাইককে হারিয়ে দিয়েছেন তিনি। এ বার অলিম্পিক্সে দলগত বিভাগেও সোনা জিতেছেন ওহ জিন। তাঁর বিরুদ্ধে অতনু শুধু লড়াই করলেন তাই নয়, জিতলেনও।
বাছাই পর্বে বেশ খারাপ ছিল অতনুর পারফরম্যান্স। কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হয় তাঁকে। প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হেরেও যান বাংলার তিরন্দাজ। কিন্তু তারপরেই যেন ছন্দে ফেরেন অতনু। পর পর দুটো সেট ড্র করেন তিনি। অতনুকে উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন স্ত্রী দীপিকা কুমারী। অতনু বলেন, “নিজের লক্ষ্য ঠিক রাখতে চেষ্টা করছিলাম। বেশ কঠিন লড়াই ছিল। হার বা জয় ছাড়া কোনও রাস্তা ছিল না, আমি দ্বিতীয়টাই বেছে নিলাম।”
চতুর্থ সেটে ২৭-২২ ব্যবধানে জেতেন অতনু। খেলার ফল হয় ৫-৫। টাই ব্রেকারে গড়ায় ম্যাচ। প্রথম তির ছোড়েন ওহ জিন। ৯ পয়েন্ট পান তিনি। ১০ মারলেই জয়ের সুযোগ। ভুল করেননি অতনু। লক্ষ্যভেদ করেন বাংলার তিরন্দাজ। অতনু বলেন, “আমরা নিজেদের সেরাটা দিচ্ছি। দেখা যাক কী হয়।”
Atanu Das pulls out the huge 🔟 in a shoot-off to upset London 2012 @Olympics Champion Oh Jin Hyek! What a shot! 🙌#ArcheryatTokyo #archery pic.twitter.com/OVlWxTsBwF
— World Archery (@worldarchery) July 29, 2021
প্রি কোয়ার্টার ফাইনালে অতনু খেলতে নামবেন জাপানের তাকাহারু ফুরুকাওয়ার বিরুদ্ধে। শনিবার খেলতে নামবেন তিনি। পদকের আশায় তাঁর দিকে তাকিয়ে থাকবে গোটা দেশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy