চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত। সোমবার নিউ জ়িল্যান্ডের কাছে বাংলাদেশ হারতেই শেষ চারে পৌঁছে গেল ভারত এবং নিউ জ়িল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে ভারতের গ্রুপের শেষ ম্যাচ আগামী রবিবার। এক সপ্তাহ বিশ্রামে কী করছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। যারা জিতবে তারাই সেমিফাইনালের দিকে এগিয়ে যাবে। আইএসএলে রয়েছে বেঙ্গালুরু বনাম চেন্নাই ম্যাচ। হারলেই প্রথম ছয়ের লড়াই থেকে ছিটকে যাবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও।
এক সপ্তাহের বিশ্রামে কী করছেন রোহিতেরা? ভারতীয় দলের খবর
গ্রুপের শেষ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সোমবার নিউ জ়িল্যান্ডের কাছে বাংলাদেশ হারতেই ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে পৌঁছে গেল ভারত এবং নিউ জ়িল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে ভারতের গ্রুপের শেষ ম্যাচ আগামী রবিবার। এক সপ্তাহ বিশ্রাম পাচ্ছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সামান্য চোট রয়েছে রোহিত এবং মহম্মদ শামির। আশা করা হচ্ছে তাঁরা সম্পূর্ণ সুস্থ হয়েই মাঠে নামবেন। ভারতীয় দলের সব খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনালের দিকে কারা এগোবে?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দু’টি দলই তাদের প্রথম ম্যাচে জিতেছে। দক্ষিণ আফ্রিকা ১০৭ রানে হারিয়েছে আফগানিস্তানকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫২ রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। আজ যারা জিতবে, সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবে। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আইএসএলে বেঙ্গালুরুর ম্যাচ, হারলেই প্রথম ছয়ের লড়াই থেকে বাদ সুনীলেরা
আইএসএলে আজ বেঙ্গালুরু বনাম চেন্নাই ম্যাচ। আজ জিতলে প্রথম ছয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। ২১ ম্যাচে ৩৪ পয়েন্টে রয়েছে বেঙ্গালুরু। চেন্নাই হেরে গেলে লড়াই থেকে ছিটকে যাবে। বেঙ্গালুরুতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে চারটি ম্যাচ, রয়েছে চেলসির খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চারটি ম্যাচ। বড় দলগুলির মধ্যে রয়েছে চেলসির খেলা। তাদের বিপক্ষে সাদাম্পটন। শেষ দু’টি ম্যাচে হেরেছে চেলসি। আজ তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। খেলা শুরু রাত ১:৪৫ থেকে। এ ছাড়াও রয়েছে ব্রাইটন-বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস-অ্যাস্টন ভিলা, উলভস-ফুলহ্যাম ম্যাচ। তিনটি খেলাই রাত ১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।