Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Today’s Sports Events

বাংলাদেশকে হারানো ভারতীয় দলের খবর, চ্যাম্পিয়ন্স লিগ, আইএসএলে পাঁচে পাঁচ করবে বেঙ্গালুরু?

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় ২-০ ফলে জিতেছে ভারত। ভারতীয় দলের সব খবর। চ্যাম্পিয়ন্স লিগে খেলবে জুভেন্টাস, রিয়াল, বায়ার্ন, লিভারপুলের মতো বড় দল। আইএসএলে পাঁচে পাঁচ করার লক্ষ্যে নামছে সুনীলের বেঙ্গালুরু।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ০৬:৫৬
Share: Save:

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় ২-০ ফলে জিতেছে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কার্যত দু’দিনে জিতেছেন রোহিত শর্মারা। ভারতীয় দলের সব খবর।

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ ন’টি ম্যাচ। খেলবে জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুলের মতো বড় দল। আইএসএলে আজ পাঁচে পাঁচ করার লক্ষ্যে নামছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। তাদের সামনে মুম্বই। রয়েছে ইরানি কাপ, ভারত-অস্ট্রেলিয়া ছোটদের টেস্ট।

বৃষ্টিকে হারিয়ে বাংলাদেশকে টেস্টে হারিয়েছে ভারত, রোহিতদের সব খবর

বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ২-০ ফলে সিরিজ় জিতে নিয়েছে ভারত। শেষ টেস্টে বাংলাদেশকে হারানোর পাশাপাশি কানপুরের আবহাওয়াকেও হারাতে হয়েছে ভারতকে। কার্যত দু’দিনে টেস্ট জিতেছেন রোহিত শর্মারা। ভারতীয় দলের সব খবর।

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে ন’টি ম্যাচ, খেলবে জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল

গ্রাফিক: সনৎ সিংহ।

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ ন’টি ম্যাচ। নামছে জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুলের মতো বড় দল। জুভেন্টাসের সামনে আরবি লিপজিগ। রিয়াল খেলবে এলওএসসি-র সঙ্গে। বায়ার্নের বিপক্ষে অ্যাস্টন ভিলা। লিভারপুলের ম্যাচ বোলগনার বিরুদ্ধে। সব ম্যাচ রাত ১২:৩০ থেকে। একই সময়ে রয়েছে স্টার্ম গ্রাজ়-ক্লাব ব্রাগ এবং ডায়নামো জাগ্রেব-মোনাকো ম্যাচ। এ ছাড়া রাত ১০:১৫ থেকে রয়েছে শাখতার দোনেস্ক-আটলাল্টা, জিরোনা-ফেনর্ড ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আইএসএলে পাঁচে পাঁচ করার লক্ষ্যে নামছেন সুনীল ছেত্রীরা

আইএসএলে আজ পাঁচে পাঁচ করার লক্ষ্যে নামছে বেঙ্গালুরু। তাদের সামনে মুম্বই। প্রথম চারটি ম্যাচেই জিতেছে সুনীল ছেত্রীর দল। টানা পাঁচ ম্যাচ জেতার কৃতিত্ব কি অর্জন করতে পারবে বেঙ্গালুরু? মুম্বইয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইরানি কাপে বাংলার মুকেশের ৩ উইকেট, লড়ছে রাহানের মুম্বই

ইরানি কাপে শুরুর ধাক্কা কাটিয়ে উঠছে মুম্বই। পৃথ্বি শ-সহ ব্যাটিংয়ের টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর মুম্বইকে টানছে মিডল অর্ডার। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে অজিঙ্ক রাহানে ৮৬ রানে উইকেটে। সঙ্গে ৫৪ রান করে রয়েছেন সরফরাজ খান। রান পেয়েছেন শ্রেয়স আয়ারও। তিনি ৫৭ রান করে আউট হয়েছেন। বাংলার মুকেশ কুমার ৩ উইকেট নিয়েছেন। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

বড়দের মতো ছোটরাও কি টেস্টে জেতাবে ভারতকে?

জমে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া ছোটদের টেস্ট। অনূর্ধ্ব ১৯ দলের এই চার দিনের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১১০ রান তুলেছে। তারা ১০৭ রানে এগিয়ে। হাতে ৬ উইকেট। বড়দের মতো ভারতের ছোটরাও কি টেস্ট জিততে পারবে? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE