Advertisement
২৪ জানুয়ারি ২০২৫
New Bengali film

ফেডারেশনের সঙ্গে ‘বিরোধ’! কৌশিকের নতুন ছবির শুটিং কি পিছিয়ে যাবে?

চলতি মাসেই কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর নতুন ছবির শুটিং শুরু করবেন। খবর, তার আগেই ফেডারেশনের সঙ্গে পরিচালকের মতানৈক্য দেখা দিয়েছে।

Sources revealed that director Kaushik Ganguly is facing trouble with federation with his new Bengali film

(বাঁ দিকে) কৌশিক গঙ্গোপাধ্য়ায়। স্বরূপ বিশ্বাস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭
Share: Save:

বছরের শুরুতেই ফের চর্চায় টলিপাড়ার ফেডারেশন (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইর্স্টান ইন্ডিয়া)। শোনা যাচ্ছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির শুটিং নিয়ে তাদের সঙ্গে পরিচালকের সমস্যা দেখা দিয়েছে। ফলে শুটিং নির্ধারিত সময়ে শুরু হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের দাবি, আগামী ২৭ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে কৌশিকের নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা। সেই মতো শনিবার ইউনিটের পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশনের সঙ্গে কলাকুশলী সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে বলে খবর। গুঞ্জন ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে চর্চা শুরু হয়, ফেডারেশন কৌশিককে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে! সূত্রের খবর, উত্তরবঙ্গে ছবির আউটডোরে যেতে নারাজ টেকনিশিয়ানদের একাংশ। অনেক টেকনিশিয়ান আবার সেই সময় নাকি অন্য কাজ নেওয়া আছে বলেও জানিয়েছেন।

এর নেপথ্যে অনেকেই গত বছর টলিপাড়ার পরিচালক বনাম ফেডারেশন বিরোধের দিকে ইঙ্গিত করেছেন। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবিকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ বড় আকার ধারণ করে। রাহুলকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল ফেডারেশন। তার পর ফেডারেশনের নীতি নির্ধারণ সংক্রান্ত একাধিক বিষয়ে মুখ খোলেন পরিচালকেরা। সাময়িক কর্মবিরতির পথেও হাঁটেন তাঁরা। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে টলিপাড়া আবার কাজে ফেরে। টলিপাড়ার এক সূত্রের দাবি, ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকদের সমর্থনে সেই সময় মুখ খুলে কৌশিক ফেডারেশনের বিরাগভাজন হন। এখন শুটিং শুরুর সময়ে তাঁরা সহযোগিতা না করার কোনও ‘কৌশল’ রপ্ত করতে পারেন। টলিপাড়ার অন্য এক সূত্রের দাবি, টেকনিশিয়ানদের কাজ থাকতেই পারে। কিন্তু নির্দিষ্ট কারও নির্দেশে অসহযোগিতা করা হচ্ছে কি না, সেটাই দেখার।

বিষয়টি কতটা সত্য জানতে আনন্দবাজার অনলাইনের তরফে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়। সমস্যার কথা তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ‘‘টেকনিশিয়ান লিস্ট নিয়ে একটু সমস্যা হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলছে। এর বেশি এখন কিছু বলতে চাই না।’’ কৌশিকের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি ফোন এবং মেসেজের কোনও উত্তর দেননি। এখন সমস্যা মিটিয়ে ছবির শুটিং কবে শুরু হবে, সেটাই দেখার।

অন্য বিষয়গুলি:

New Bengali Film Kaushik Ganguly Swarup Biswas Federation Tollywood News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy