Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Today’s sports events

দলীপে হার বাঁচাতে পারবেন শুভমনেরা? দেশের জার্সিতে নামছেন রোনাল্ডো, ইউএস ওপেনের ফাইনাল

দলীপে ভারত এ বনাম ভারত বি দলের ম্যাচ। ইউরোপীয় ফুটবলে আজ আবার নামছেন রোনাল্ডো। রয়েছে ইউএস ওপেন, ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৭
Share: Save:

দলীপ ট্রফিতে ভারত এ বনাম ভারত বি দলের ম্যাচ চলছে। শুভমন গিলদের বিরুদ্ধে ভাল জায়গায় অভিমন্যু ঈশ্বরণরা। জিততে কি পারবেন? ইউরোপীয় ফুটবলে আজ আবার নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর পর্তুগাল এ বার মুখোমুখি স্কটল্যান্ডের। রয়েছে ইউএস ওপেন, ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট।

দলীপ ট্রফিতে শুভমনদের কি হারাবেন অভিমন্যুরা?

দলীপ ট্রফিতে তৃতীয় দিনের শেষে ভারত এ দলের বিরুদ্ধে ভাল জায়গায় ভারত বি দল। তৃতীয় দিন সরফরাজ খান, ঋষভ পন্থ ভাল ব্যাট করেছেন। শুভমন গিলদের কি হারাতে পারবেন অভিমন্যু ঈশ্বরণরা? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

দেশের হয়ে আবার নামছেন রোনাল্ডো, এই ম্যাচেও কি গোল করবেন সিআর৭?

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

উয়েফা নেশনস লিগ ফুটবলে আজ আবার নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর পর্তুগাল এ বার মুখোমুখি স্কটল্যান্ডের। খেলা রাত ১২:১৫ থেকে। একই সময়ে রয়েছে আরও তিনটি ম্যাচ। ইউরোপ সেরা স্পেন খেলবে সুইৎজারল্যান্ডের সঙ্গে। এছাড়াও রয়েছে সুইডেন-এস্তোনিয়া এবং ক্রোয়েশিয়া-পোল্যান্ড ম্যাচ। সন্ধ্যা ৬:৩০ থেকে রয়েছে লুক্সেমবুর্গ-বেলারুশ ম্যাচ। রাত ৯:৩০ থেকে রয়েছে চারটি খেলা। মুখোমুখি বুলগেরিয়া-নর্গার্ন আয়ারল্যান্ড, ডেনমার্ক-সার্বিয়া, স্লোভাকিয়া-আজারবাইজান, জিব্রাল্টার-লিচেনস্টেন। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ইউএস ওপেন টেনিসে ছেলেদের ফাইনালে সিনার বনাম ফ্রিৎ়জ়

আজ ইউএস ওপেনে পুরুষদের ফাইনাল। মুখোমুখি বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার ও দ্বাদশ বাছাই টেলর ফ্রিৎজ়। খেলা শুরু রাত ১১:৩০ থেকে। টেলিভিশনে সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা

চলছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার তৃতীয় টেস্ট। আজ তৃতীয় দিনের খেলা। প্রথম দু’টি টেস্টে জিতে সিরিজ় জিতে নিয়েছে ইংল্যান্ড। ওভালে শেষ টেস্টে কী হবে? খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

অন্য বিষয়গুলি:

Duleep Trophy Shubman Gill Abhimanyu Easwaran Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy