জয়ের পর ভারতীয় দল। ছবি পিটিআই
দেশের ব্যাডমিন্টনের ইতিহাসে অনবদ্য নজির গড়েছে ভারত। প্রথম বার টমাস কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বার ফাইনালে উঠেই সাফল্য। স্বাভাবিক ভাবেই গোটা দেশ উচ্ছ্বসিত কিদম্বি শ্রীকান্ত, এইচএস প্রণয়, লক্ষ্য সেনদের এই সাফল্যে। ভারত তথা বিশ্বের নানা প্রান্ত থেকে ভেসে এসেছে শুভেচ্ছাবার্তা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ইতিহাস তৈরি করল ভারতের ব্যাডমিন্টন দল। টমাস কাপ জেতায় গোটা দেশই উচ্ছ্বসিত। আমাদের দুর্দান্ত দলকে অনেক অভিনন্দন এবং আগামী দিনের প্রতিযোগিতাগুলির জন্যে অনেক শুভেচ্ছা। আগামী দিনে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এই জয়।’
The Indian badminton team has scripted history! The entire nation is elated by India winning the Thomas Cup! Congratulations to our accomplished team and best wishes to them for their future endeavours. This win will motivate so many upcoming sportspersons.
— Narendra Modi (@narendramodi) May 15, 2022
A historic achievement and a massive moment for Indian badminton. Congratulations Team India on winning the Thomas Cup 🏆👏
— Virat Kohli (@imVkohli) May 15, 2022
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী লিখেছেন, ‘ভারতের ব্যাডমিন্টনে ঐতিহাসিক কৃতিত্ব এবং অনবদ্য মুহূর্ত। টমাস কাপ জেতার জন্য ভারতীয় দলকে অনেক অভিনন্দন।’ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর কথায়, ‘ভারতের খেলাধুলোর ইতিহাসে কী অসাধারণ একটা মুহূর্ত — আমরা প্রথম বার টমাস কাপে চ্যাম্পিয়ন হলাম এবং তা-ও আবার সব থেকে সেরা দলকে হারিয়ে! সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে অভিনন্দন। কিছু জিনিস অর্জন করতে দেরি হয়, কিন্তু সেটা যে করা সম্ভব নয়, এটা কাউকে বলতে দেবেন না।’
What a moment for Indian sport - we are Thomas Cup champions for the first ever time, and we beat the best to make it happen.
— Sunil Chhetri (@chetrisunil11) May 15, 2022
Congrats to the players and staff.
Some things take time, but don't let anyone tell you it can't be done. 👏
Congratulations TEAM INDIA Men’s Team for winning the THOMAS CUP Title … Great win 🥇 #ThomasUberCup2022 @srikidambi @lakshya_sen @satwiksairaj @Shettychirag04 @PRANNOYHSPRI 👏
— Saina Nehwal (@NSaina) May 15, 2022
ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল লিখেছেন, ‘অভিনন্দন টিম ইন্ডিয়া। পুরুষ দলকে এই ট্রফি জেতার জন্য অভিনন্দন। দারুণ খেলেছ তোমরা।’ অলিম্পিক্সে সোনাজয়ী প্রাক্তন শুটার অভিনব বিন্দ্রা লিখেছেন, ‘কী ঐতিহাসিক দিন! প্রথম বারের জন্য টমাস কাপ নিঃসন্দেহে অসাধারণ কৃতিত্ব! সোনা জেতার জন্য অনেক কঠিন পরিস্থিতিতে পড়েও বেরিয়ে এসেছ তোমরা। সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে অভিনন্দন। তোমরাই আসল চ্যাম্পিয়ন!’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy