The probable eleven of India team against New Zealand for 3rd T20I dgtl
rohit sharma
India vs New Zealand T20I: রবিবার ইডেনে রোহিতদের রিজার্ভ বেঞ্চ পরখের সুযোগ, কী হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ
প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। রবিবারের ইডেনে তাই রোহিত শর্মাদের সামনে রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নেওয়ার সুযোগ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১১:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
রবিবার ইডেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত।
০২১৪
জয়পুর ও রাঁচীতে প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে নিয়েছে রোহিত শর্মার ভারত।
০৩১৪
রবিবারের ইডেনে তাই ভারতের সামনে রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নেওয়ার সুযোগ। মনে করা হচ্ছে, যাঁরা এই সিরিজে এখনও সুযোগ পাননি, তাঁদের এই ম্যাচে দেখে নেওয়া হতে পারে।
০৪১৪
অধিনায়ক রোহিত নিজে বিশ্রাম নেবেন না। ফলে তিনিই ওপেন করবেন।
০৫১৪
তাঁর সঙ্গী হিসেবে দেখা যেতে পারে রুতুরাজ গায়কোয়াড়কে। গত আইপিএল-এ কমলা টুপি (সর্বোচ্চ রান) জেতা রুতুরাজ তাঁর তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইডেনে খেলে ফেলতে পারেন।
০৬১৪
আগের দু’টি ম্যাচে খেলা সূর্যকুমার যাদব সম্ভবত তিন নম্বরে নামবেন।
০৭১৪
খেলবেন শ্রেয়স আয়ারও। তিনিও প্রথম দু’টি ম্যাচে দলে ছিলেন।
০৮১৪
একটানা খেলে যাচ্ছেন ঋষভ পন্থ। তাঁকে সম্ভবত এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে ঢুকতে পারেন ঈশান কিশন।
০৯১৪
দীপক চাহার প্রথম দু’টি ম্যাচে খেলেছেন। অলরাউন্ডার হিসেবে এই ম্যাচেও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা।
১০১৪
সিরিজ সেরা হওয়ার দৌড়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অফস্পিনার হিসেবে তিনি এই ম্যাচেও খেলবেন।
১১১৪
বেঙ্কটেশ আয়ারকে এই ম্যাচে বসিয়ে জোরে বোলার হিসেবে মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হতে পারে। সিরাজ একটি ম্যাচ খেলেছেন।
১২১৪
নতুন বলে সিরাজের সঙ্গী হতে পারেন আবেশ খান। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে এই জোরে বোলারের। এ বারের আইপিএল-এ তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
১৩১৪
আইপিএল-এ সবথেকে বেশি উইকেট নিয়ে বেগুনি টুপি পাওয়া হর্ষল পটেল একটি ম্যাচ খেলেছেন। তিনি এই ম্যাচে খেলতে পারেন।
১৪১৪
সুযোগ পাওয়ার জন্য ছটফট করছেন যুজবেন্দ্র চহাল। বাঁহাতি স্পিনার অক্ষর পটেলের জায়গায় লেগস্পিনার চহাল ইডেনে খেলতে পারেন।