শুভেচ্ছা বার্তায় ভাসলেন যুবরাজ। —ফাইল চিত্র।
এক যুগ আগে টি টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিংহ।
সেই স্মৃতি ফিরিয়ে দিয়ে পঞ্জাবতনয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সে দিন ব্রডের মোকাবিলা করার আগে যুবির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল অ্যান্ড্রু ফ্লিনটফের। তার জের পোহাতে হয়েছিল ব্রডকে। শুভেচ্ছাবার্তার সঙ্গে ছক্কা মারার ভিডিয়োটিও পোস্ট করেছে আইসিসি।
আজ ৩৮-এ পা রাখেন যুবি। সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন বাঁ হাতি অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যুবিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে, সত্যিকারের একজন চ্যাম্পিয়ন এবং অনেকের অনুপ্রেরণা। শুভ জন্মদিন যুবরাজ সিংহ।
বুধবার ওয়াংখেড়েতে ঝড় তুলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। তিনি টুইট করে অগ্রজকে শুভেচ্ছা জানান। সচিন তেন্ডুলকর, হরভজন সিংহ, সুরেশ রায়না, আরপি সিংহ, বীরেন্দ্র সহবাগ-সহ ক্রিকেট-তারকারা একসময়ের সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের নিজস্ব ভঙ্গিতে।
জন্মদিনেই আরও একটি খবর ছড়িয়ে পড়ল সারা দেশে। চলতি বছরে গুগল সার্চে সব চেয়ে বেশি সার্চ করা হয়েছে যুবরাজকেই। ক্রিকেট থেকে সরে যাওয়ার পরেও যুবি আগের মতোই জনপ্রিয় রয়েছেন।
6️⃣ 6️⃣ 6️⃣ 6️⃣ 6️⃣ 6️⃣
— ICC (@ICC) December 12, 2019
Happy birthday @YUVSTRONG12! 🎂 pic.twitter.com/0ZFS3EBHnw
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy