The full team of Kolkata Knight Riders in IPL 2019 dgtl
kkr
নিলামের পর কলকাতা নাইট রাইডার্সের নতুন দল কেমন হল?
কলকাতা নাইটরাইডার্সের দলে নতুন এলেন কারা? কাদেরই বা ধরে রাখা হল দলে? দেখে নিন গোটা নাইট সংসারকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
শেষ হয়েছে আইপিএল ২০১৯-এর নিলাম। খেলোয়াড় কেনা-বেচার এই মঞ্চে প্রত্যেক দলই ঠিক করে নিল ২০১৯-এ আইপিএলে কোন কোন নতুন খেলোয়াড়কে দলে অন্তর্ভূক্তি করানো হবে, কাকে দেওয়া হবেছেড়ে। কলকাতা নাইটরাইডার্সের দলে নতুন এলেন কারা? কাদেরই বা ধরে রাখা হল দলে? দেখে নিন গোটা নাইট সংসারকে।
০২০৯
চলতি আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের টি২০ দলের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটকে ৫ কোটি টাকা দিয়ে কিনে নিল কলকাতা। অলরাউন্ডার কার্লোসকে কাজে লাগিয়ে বড় রানের ভিত যেমন গড়তে চায় তারা, তেমনই বিপক্ষকে চাপে রাখতে ব্রেথওয়েটের বোলিং ক্ষমতাকেও কাজে লাগাতে ইচ্ছুক কলকাতা।
০৩০৯
নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন এ বার নাইট দলের নয়া সদস্য। নিউজিল্যান্ডের এই ডান হাতি ব্যাটসম্যানকে নাইট রাইডার্স কিনল ১ কোটি ৬০ লক্ষ টাকায়।
০৪০৯
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটার ৩২ বছর বয়সী জো ডেনলিকে ১ কোটি টাকায় দলে নিল কলকাতা। ডানহাতি ব্যাটসম্যান ও অনিয়মিত বোলার হিসাবে দলে এলেন জো
০৫০৯
ইংল্যান্ড জাতীয় দলের সদস্য হ্যারি গার্নেকে ৭৫ লক্ষ টাকায় কিনল কলকাতা নাইটরাইডার্স। ব্যাটিং ও বোলিং লাইন আপে নতুন বৈচিত্র আনতেই কলকাতার এমন সিদ্ধান্ত বলে মনে করছে ক্রিকেট মহল।
০৬০৯
আসন্ন আইপিএলে দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিচ নর্তিয়েকে ২০ লক্ষ টাকায় দলে নিল কলকাতা। বোলিংয়ে বিকল্প বাছতে সুবিধা হবে বলেই অ্যানরিচকে দলে নেওয়া বলে মত বিশেষজ্ঞদের।
০৭০৯
মহারাষ্ট্রের খেলোয়াড় শঙ্কর নিখিল নায়েককে ২০ লক্ষ টাকায় কিনেছে কলকাতা নাইটরাইডার্স। মহারাষ্ট্রে উইকেট কিপার পজিশনে খেলেন শঙ্কর। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবেই দলে এলেন তিনি।
০৮০৯
অলরাউন্ডার ক্রিকেটার হিসাবে ২০ লক্ষ টাকার চুক্তিতে দলে এলেন শ্রীকান্ত মুন্ধে। মহারাষ্ট্রের এই মিডিয়াম পেসার ও ডান হাঁতি ব্যাটসম্যানের বয়স ৩০ বছর। S এ ছাড়াও এ বার এই দলে যোগ দিয়েছেন ইয়ারা পৃথ্বীরাজ। অন্ধ্রের হয়ে রঞ্জি খেলায় প্রথম নজরে আসেন তিনি। বাঁ হাতি এই পেসারকে ২০ লক্ষ দিয়ে দলে আনল কলকাতা।
০৯০৯
এ ছাড়া কলকাতা নাইটরাইডার্সের আগে থেকেই ধরে রাখা খেলোয়াড়রা হলেন দীনেশ কার্তিক, রবিন উত্থাপা, ক্রিশ লিন, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শুভমন গিল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, নীতীশ রানা, রিঙ্কু সিংহ ও কমলেশ নগরকোটি।