Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Khela News

ইডেনে টানটান ম্যাচ, ইংল্যান্ডের কাছে পাঁচ রানে হারল ভারত

টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজেও ইংল্যান্ডকে দুরমুশ করতে চায় টিম কোহালি। সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। ফলে এ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তবে খাতায়-কলমে তা হলেও একটুও ঢিলেঢালা মনোভাব নেই বিরাট কোহালিদের।

বাটলারের বলে আউট হয়ে মাঠ ছেড়ে ফিরছেন ধোনি। ছবি: রয়টার্স।

বাটলারের বলে আউট হয়ে মাঠ ছেড়ে ফিরছেন ধোনি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ১৩:৩৮
Share: Save:

টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজেও ইংল্যান্ডকে দুরমুশ করতে চায় টিম কোহালি। সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। ফলে এ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তবে খাতায়-কলমে তা হলেও একটুও ঢিলেঢালা মনোভাব নেই বিরাট কোহালিদের। ওপেনার শিখর ধবনের চোটের সমস্যা ছাড়া টিম ইন্ডিয়ার তেমন কোনও বড় চিন্তা নেই। রবিবার সকালেই টিম ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হয়, ধবনের বদলে মাঠে নামবেন অজিঙ্ক রাহানে।

আরও পড়ুন

কোহালি ভারতীয় ক্রিকেটের কিশোরকুমার: সহবাগ

ইংল্যান্ডের কাছে পাঁচ রানে ভারতের হার। শেয পর্যন্ত ভারতের স্কোর ৩১৬ রান-৯ উইকেট।

একের পর এক উইকেট পড়তে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বাহিনীর।

ওকসের বলে আউট জাদেজা।

স্টোকসের বলে আউট হলেন হার্দিক পাণ্ড্য।

৪৫ ওভারে ২৭৫ রানে রয়েছে ভারত।

৪১ ওভারে ভারত দাঁড়িয়ে রয়েছে ২৪১ রানে-৫।

বাটলারের বলে আউট ধোনি।

৩১তম ওভারে ভারতের দখলে ১৭১ রান।

খানিকটা চাপের মুখে ভারত। ২৮ ওভারে আলির বলে পর পর দুটো চার যাদবের।

২৮ ওভারে ভারতের রান ১৪৩-৪।

প্লাঙ্কেটের বলে আউট হলেন যুবরাজ সিংহ।

২৪ তম ওভারে ভারতের দখলে ১২৮ রান-৩।

মাঠে নেমেই বেশ ছন্দে ধোনি। অন্যদিকে, আলির বলে ছয় মারলেন ধোনি।

মাঠে নামলেন মহেন্দ্র সিংহ ধোনি।

১৯তম ওভারে ভারতের ১০২ রান।

স্টোকসের বলে আউট কোহালি।

ফর্মে ফিরছেন কোহালি। করলেন অর্ধশত রান।

হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহালি। ছবি: রয়টার্স।

১৭তম ওভারে ভারতের দখলে ৯২-২।

১৫তম ওভারে ভারতের দখলে ৭৯-২।

১৪ তম ওভারের দ্বিতীয় বলে প্লাঙ্কেটের বলে সহজেই চার কোহালির।

১৩ তম ওভারে ইংল্যান্ডের বোলারদের কাছে খানিকটা চাপে যুবরাজ এবং বিরাট।

১২ ওভারে ৬৭ রান।

এগারো ওভারে মাত্র চার রান ভারতের।

এগারো ওভারে ভারতের রান ৬০-২।

জেক বলের বাউন্সারে বুকে আঘাত যুবরাজের। তবে চোট গুরুতর নয়। ফের ব্যাট হাতে তৈরি তিনি।

৮তম ওভারে ভারতের রান ৪৩-২।

ব্যাট করতে এলেন গত ম্যাচের নায়ক যুবরাজ সিংহ।

আউট হলেন কে এল রাহুল (১১ বলে ১১ রান)। ৬.১ ওভারে ভারত ৩৮-২।

প্রথম ম্যাচের মতোই ব্যাটিং শুরু করলেন বিরাট।

৪ ওভারের পর ভারতের রান ২৭-১।

ক্রিজে এলেন বিরাট কোহালি।

আউট! ডেভিড উইলির বলে বোল্ড রাহানে। ভারতের রান ১৩-১।)

প্রথম ওভারের পর ভারতের রান ১১-০।

ভারতের ইনিংস শুরু করলেন কে এল রাহুল ও অজিঙ্ক রাহানে।

জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ৩২২।ইংল্যান্ডের রান ৩২১-৮।

শেষ বলে রান আউট প্লাঙ্কেট।

মাত্র ২ বল বাকি থাকতেই রান আউট ওকস। রান ৩২০-৭।

ওকসের ব্যাটে টানা দু’টি চার। ৩০০ পেরলো ইংল্যাল্ড।

৪৮ ওভারে ইংল্যান্ডের রান ২৯৫-৬।

বেন স্টোকসের অর্ধশতরানে ভর করে তিনশোর কাছাকাছি ইংল্যান্ড।

৩ উইকেট তুলে নিলেন হার্দিক পাণ্ড্য। ছবি: এপি।

৪৭তম ওভারে ইংল্যান্ডের রান ২৮৪-৬।

ইংল্যান্ডের রান ২৭৭-৬। ৪৬তম ওভারে ১৪ রান নিলেন স্টোকসরা।

ভুবনেশ্বরের ওভার শুরু হতেই চার স্টোকসের।

৪৫ ওভারের শেষে ইংল্যান্ডের রান ২৬৩-৬।

৭ ওভার বল করে বুমরাহের শিকার ৩৫ রানে ১ উইকেট।

মাত্র ২ রানে ফিরলেন মইন আলি। বোলার বুমরাহ।

৫৬ রান করে ফিরলেন বেয়ারস্টো। রান ২৩৯-৫।

ফের হার্দিক ম্যাজিক। ডাইভ দিয়ে দুরল্ক ক্যাচ ধরে বেয়ারস্টোকে ফেরালেন জাডেজা। বোলার হার্দিক।

৪২ ওভারের পর ইংলিশদের রান ২৩৫-৪।
পাওয়ার প্লে-র শুরুতেই বেন স্টোকসের ছয়।
শেষ দু’ওভারে ১৮ রানে ২ উইকেট তুলে নিল টিম কোহালি।

টেস্ট সিরিজের ফর্মেই অর্ধশতরান বেয়ারস্টোর।

ইংল্যান্ডের রান ২১২-৪।

বাটলারকে মাত্র ১২ রানে ফেরালেন হার্দিক।

৩৪.৪ ওভারেই ২০০ রানের গণ্ডি পেরলো ইংল্যান্ড।

এই পিচে ৩২০-এর ভবিষ্যৎবাণী বিশেষজ্ঞদের।

জাডেজার বলে বোল্ড জেসন রয়। ছবি: পিটিআই।

ব্যাট করতে এলেন জস বাটলার।

অধিনায়ক মর্গ্যান ফিরলেও বড় রানের পথে ইংল্যান্ড।
৪৪ বলে ৪৩ রান করে প্যাভিলিয়নে মর্গ্যান।

মর্গ্যানের উইকেট নিলেন হার্দিক।

৩২তম ওভারে বিশাল ছক্কা মর্গ্যানের।

৩০ ওভারে ইংলিশদের রান ১৫৯-২।

দেড়শোর গণ্ডি টপকাল ইংল্যান্ড।

ব্যাট করছেন জনি বেয়ারস্টো ও ইয়ন মর্গ্যান।

২১ ওভারে ইংল্যান্ডের দলগত রান ১১৩।

পরের উইকেটও স্যার জাডেজা। অর্ধশতরানের পর ফিরে গেলেন রয় (৬৫ রান)।

উইকেটের লাফ! জেসন রয়ের উইকেট নিয়ে যুবরাজে কোলে জাডেজা। ছবি: এপি।

প্যাভিলিয়নে ফিরলেন বিলিংস (৩৫ রান) ।

শতরানের পার্টনারশিপের আগেই থেমে গেল ইংলিশ রথ। দলগত ৯৮ রানে প্রথম উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা।

১৭ ওভারেই বিনা উইকেটে ৯৭ রান তুলে নিলেন রয় ও বিলিংস জুটি।

১৫ ওভারে ইংলিশ ওপেনাররা তুললেন ৮০ রান।

পেসারদের সরিয়ে এ বার যুবরাজের হাতে বল তুলে দিলেন কোহালি।

১০ ওভারের পর রান ৪৩।

ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহের পাশাপাশি বল করেছেন হার্দিক পাণ্ড্য।

স্যাম বিলিংস (৮*) ও জেসন রয় (১৮*)।

ওভারের পর ই‌ংল্যান্ডের রান ২৭।

৩ ওভার পরে ই‌ংল্যান্ডের রান ৬।

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছেন জসন রয় ও স্যাম বিলিংস।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহালির।

অন্য বিষয়গুলি:

Team India One Day Series Whitewash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE