সমর্থন: রাঁচীতে বিরাটদের এই ফৌজি টুপি পরে মাঠে নামা নিয়েই বিতর্ক তৈরি করেছিল পাকিস্তান। সেই বিতর্কে জল ঢেলে দিয়েছে আইসিসি। ফাইল চিত্র
আইসিসি জানিয়ে দিল, নিয়ামক সংস্থার অনুমতি নিয়েই ভারতীয় ক্রিকেট দল রাঁচীতে ফৌজি টুপি পরে মাঠে নেমেছিল। মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে বিশেষ এই টুপি পরে যে ভারতীয় দল খেলতে নামে, সেই খবর আগাম প্রকাশিত হয়েছিল শুধু আনন্দবাজারে।
পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জন নিহত সিআরপিএফ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন পদক্ষেপ করেছিল ভারতীয় দল। রাঁচীর খেলার সম্পূর্ণ ম্যাচ ফি-ও ধোনি, কোহালিরা দান করেছিলেন জওয়ানদের সন্তানদের পড়াশুনোর খাতে। যদিও ফৌজি টুপি পরে মাঠে নামা নিয়ে পাকিস্তান থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। সে দেশের মন্ত্রীরা দাবি তুলেছেন, খেলার মাঠে রাজনীতির ছোঁয়া নিয়ে এসেছে ভারতীয় দল। মন্ত্রীদের ইচ্ছায় পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে চিঠিও পাঠানো হয় আইসিসি-র কাছে।
তবে পাকিস্তানের তৈরি করা বিতর্ক এ দিন উড়িয়েই দিয়েছে আইসিসি। নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়ে দিল, তাদের অনুমতি নিয়েই ভারতীয় দল এই বিশেষ টুপি পরে খেলতে নেমেছে এবং আইসিসি সেই অনুমতি দিয়েওছে। আইসিসি-র জেনারেল ম্যানেজার (স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস) ক্লেয়ার ফার্লং এক বিবৃতিতে বলেছেন, ‘‘ভারতীয় বোর্ড তাদের দেশের নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা দেখাতে এবং অর্থ সংগ্রহের উদ্দেশে এই বিশেষ ধরনের টুপি পরার অনুমতি চেয়েছিল। সেই অনুমতি তাদের দিয়েছিল আইসিসি।’’
ভারতীয় বোর্ড সরকারি ভাবে এ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দিতে চায়নি। তাই তারা এখনও চুপচাপই রয়েছে। তবে কোনও কোনও কর্তা উষ্মা প্রকাশ করছেন। তাঁদের বক্তব্য, ‘‘সেনাবাহিনীকে সম্মান জানাতে টুপি পরলে তাতে রাজনৈতিক রং লাগানো হবে কেন? তা হলে তো আইসিসি থেকে আমাদের বারণই করত!’’ ভারতীয় বোর্ড এর আগে পাকিস্তানের নাম না করে আইসিসি-র কাছে দাবি করেছিল, সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া দেশকে বহিষ্কার করা হোক ক্রিকেট দুনিয়া থেকে। সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংহের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটারেরা দাবি করেছেন, বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করার। যদিও বোর্ড এখনও পর্যন্ত ১৬ জুন ম্যাঞ্চেস্টারে পাকিস্তান ম্যাচ বয়কটের কথা জানায়নি।
ক্রিকেট মাঠে অন্য রকম টুপি পরে খেলতে নামার উদাহরণ রয়েছে। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে অস্ট্রেলিয়া নতুন বছরে সিডনিতে গোলাপি টুপি পরে খেলতে নামে। গ্লেন ম্যাকগ্রা সেই ম্যাচের প্রধান আয়োজক থাকেন প্রতি বছর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy