এ ভাবেই মাঠে বারবার মেজাজ হারাল দুই শিবির। ছবি: উৎপল সরকার
এ ভাবেই মাঠে বারবার মেজাজ হারাল দুই শিবির। ছবি:উৎপল সরকার।
মিক্সডজোনে আসেননি। সাংবাদিক সম্মেলনেও না। টিম বাসে ওঠার মুখে বিরক্ত দেখাল তাঁর মুখ। রেফারিরা যুবভারতীর যে ঘরে বসেন সেদিকে আঙুল দেখিয়ে মার্কো মাতেরাজ্জি বলে দিলেন, “আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। রেফারিকে গিয়ে জিজ্ঞেস করুন। ওই তো ম্যাচটা শেষ করে দিল।”
সপ্তাহ খানেক আগে চেন্নাইতে খেলতে দিয়ে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আটলেটিকো দে কলকাতার কর্তারা। মাতেরাজ্জির কানে নিশ্চয়ই গিয়েছিল সে কথা। এদিন তার পাল্টা দিয়ে গেলেন হয়তো ইতালিয়ান বিশ্বকাপার।
রেফারির উপর কেন এত রাগ চেন্নাইয়ান কোচ কাম ফুটবলারের। মাতেরাজ্জি টিম বাসে উঠে গেলেও তাঁর দলের অন্যরা সেটাই বলে গেলেন। সাংবাদিক সম্মেলনে এসে সহকারী কোচ বিবেক নাগুল বলছিলেন, “সেন্ট্রাল রেফারি বলবন্তের গোলটা দিল, লাইনসম্যান কী করে সেটা হ্যান্ডবল বলে বাতিল করল বুঝলাম না।” দলের অন্যতম সেরা ডিফেন্ডার মিকেইল সিলভেস্ত্রেও বললেন, “রেফারিং আজ সত্যিই খুব খারাপ হয়েছে।”
রেফারির দিকে আঙুল তুললেও, ভিতরে ভিতরে কিন্তু ম্যাচ ড্র রাখতে পেরে খুশি মাতেরাজ্জির টিম। ম্যাচের পর প্রায় আধ ঘণ্টা ড্রেসিংরুমের দরজা বন্ধ করে সে কথা এলানো-বলবন্তদের জানিয়েও দিয়েছেন তাঁদের বিশ্বকাপজয়ী কোচ।
এ দিন কলকাতা কোচ হাবাসের স্ট্র্যাটেজিতে বন্দি হয়ে কিছু করতে পারেননি ফ্রি-কিক মাস্টার এলানো। যুবভারতী ছাড়ার আগে বলে গেলেন, “এক পয়েন্ট পেয়ে ভালই লাগছে। তবে রেফারিং খুব খারাপ হয়েছে।” এলানোর সতীর্থ মিডিও এবং প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা জেম্বা জেম্বা বলছিলেন, “কলকাতা খুবই ভাল দল। জানতাম ওদের মাঠে অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া খুব সহজ হবে না। তিন পয়েন্ট পেলে খুবই ভাল হত। কিন্তু এক পয়েন্টও খারাপ না।”
এলানো-জেম্বার উল্টো পথে হাঁটলেন চেন্নাইয়ানের বোয়ান জুরজিক। “জেতা উচিত ছিল আমাদের। দ্বিতীয়ার্ধে তো আটলেটিকো চেষ্টাও করেনি ম্যাচটা জেতার। ওরা ছয়-সাত জন মিলে ডিফেন্স করছিল। তবুও আমরা শেষপর্যন্ত চেষ্টা করেছি গোল করার। সেমিফাইনালে ওঠাটাই আমাদের একমাত্র লক্ষ্য এখন।”
বহুদিন কোনও জয় নেই। কলকাতার মাঠ থেকেও তিন পয়েন্ট এল না। যুবভারতী ছাড়ার আগে টিম মিটিং করে সে সব নিয়েই কাঁটাছেড়া চলল। সেখান থেকে চুঁইয়ে যে খবর বেরিয়ে আসছে তাতে মাতেরাজ্জির উপস্থিতিতে ফুটবলারদের যা বলা হয়, তার নির্যাস হলযা হওয়ার হয়েছে। এক পয়েন্ট খুব খারাপ নয়। এখন লক্ষ্য হওয়া উচিত পরের ম্যাচগুলোয় আরও ভাল করে খেলা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy