Advertisement
১৭ সেপ্টেম্বর ২০২৪
Pakistan Cricket

সমস্যায় পাকিস্তান, ভারতের বিরুদ্ধেও বাবরদের দলের অলরাউন্ডারের খেলা নিয়ে সংশয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে রবিবার ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। সেই ম্যাচের আগে চাপে বাবর আজ়মেরা। দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের খেলা নিয়ে সংশয় রয়েছে।

cricket

চোট পেয়েছেন ইমাদ ওয়াসিম (একেবারে ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ২২:১৬
Share: Save:

একের পর এক সমস্যায় পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে রবিবার ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। সেই ম্যাচের আগে চাপে বাবর আজ়মেরা। দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের খেলা নিয়ে সংশয় রয়েছে।

পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের পাঁজরে চোট রয়েছে। প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। ভারতের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইমাদ না খেলায় সমস্যা হচ্ছে পাকিস্তানের। ফর্মে না থাকা আজ়ম খানকে খেলাতে বাধ্য হচ্ছেন বাবরেরা। ব্যাট করার পাশাপাশি স্পিনও করেন ইমাদ। তিনি না থাকায় দলের একমাত্র স্পিনারের ভূমিকায় দেখা যাচ্ছে শাদাব খানকে।

ইমাদ দলের গুরুত্বপূর্ণ সদস্য। চলতি বছর পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ফর্মে ছিলেন তিনি। দলের শেষ তিনটি ম্যাচে সেরার পুরস্কারও পেয়েছিলেন। সেই কারণেই বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে তাঁকে। দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ইমাদের। ভারতের বিরুদ্ধে অভিজ্ঞতা প্রয়োজন। আজ়ম এখনও পর্যন্ত রোহিতদের বিরুদ্ধে খেলেননি। তাই ইমাদকে খেলানোর চেষ্টা করছে পাকিস্তান। রবিবার সকালে তাঁর চোট খতিয়ে দেখে তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

পাকিস্তানের হয়ে ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৩৫ রান করেছেন ইমাদ। ৭০টি উইকেট নিয়েছেন তিনি। গত কয়েক বছরে পাকিস্তান দলে ধারাবাহিক ভাবে সুযোগ না পাওয়ায় অবসর নিয়েছিলেন ইমাদ। চলতি বছর অবসর ভেঙে ফেরেন। তাঁর একটাই লক্ষ্য ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। দলে ফিরলেও প্রথম ম্যাচে খেলতে পারেননি। এখন দেখার, ভারতের বিরুদ্ধে তিনি খেলতে পারেন কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE