Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
T20 World Cup 2024

অস্ট্রেলিয়া তাকিয়ে মঙ্গল সকালের দিকে, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে কী হলে সেমিতে যাবেন মার্শেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। তাদের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের উপর।

cricket

ম্যাচ হেরে হতাশ হয়ে ফিরছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (ডান দিকে)। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২৪ ০০:৪৮
Share: Save:

এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়নি অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে চাপ বেড়েছে অস্ট্রেলিয়ার। তাদের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের উপর।

তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়া তিন ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। তাদের নেট রানরেট -০.৩৩১। আফগানিস্তানের পয়েন্ট দুই ম্যাচে ২। তাদের নেট রানরেট -০.৬৫০। বাংলাদেশের পয়েন্ট দুই ম্যাচ খেলে ০। তাদের নেট রানরেট -২.৪৮৯।

গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি। এখনও অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান, তিন দলেরই সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের সুযোগ সবচেয়ে কম। তাদের শুধু আফগানিস্তানকে হারালেই হবে না, বিশাল ব্যবধানে হারাতে হবে। তবেই যদি ২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার নেট রানরেট তারা টপকাতে পারে।

সুযোগ সবচেয়ে বেশি আফগানিস্তানের। বাংলাদেশকে হারালেই ৪ পয়েন্ট নিয়ে ভারতের পরে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ চারে যাবে তারা। কিন্তু যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দেয় তা হলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট সমান হলেও অস্ট্রেলিয়ার নেট রানরেট আফগানিস্তানের থেকে বেশি হবে। সে ক্ষেত্রে সেমিফাইনালে যাবে তারা।

যদি কোনও কারণে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তা হলে ১ পয়েন্ট করে পাবে দুই দল। অর্থাৎ, আফগানিস্তানের পয়েন্ট হবে ৩। সে ক্ষেত্রেও সেমিফাইনালে উঠবে তারা। তাই অস্ট্রেলিয়ার নজর থাকবে মঙ্গলবার সকালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকেই।

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2024 australia cricket Afghanistan Cricket Bangladesh Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy