রোহিত শর্মা
এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত তিনি। কিন্তু এখন থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা শুরু হয়ে গিয়েছে তাঁর মনের মধ্যে। ১৪ বছর আগে বিশ্বকাপ জয়ের স্মৃতি উসকে দিয়ে রোহিত শর্মা বলে দিলেন, এ বারও বিশ্বকাপ জেতার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করবেন তিনি।
২০০৭-এ প্রথম বার আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন সেই দল চিরশত্রু পাকিস্তানকে হারিয়ে দিয়ে ট্রফি জিতেছিল। ২০ বছরের রোহিত সেই দলে ছিলেন। তার পর থেকে এক বারও এই ট্রফির স্বাদ পায়নি ভারত। এ বার বিরাট কোহলীর দল ট্রফি জিততে মরিয়া।
বুধবার ইনস্টাগ্রামে রোহিত লিখেছেন, ’২৪ সেপ্টেম্বর ২০০৭, জোহানেসবার্গ। ওই দিনেই কোটি কোটি স্বপ্ন সত্যি হয়েছিল। কে ভেবেছিল আমাদের মতো অনভিজ্ঞ, তরুণ দল ইতিহাস তৈরি করবে!! ১৪ বছর কেটে গিয়েছে, অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা, তারপরে অনেক ইতিহাস তৈরি করেছি, ধাক্কা খেয়েছি, লড়াই করেছি, কিন্তু তাতে আমাদের আত্মবিশ্বাসে চিড় ধরেনি। কারণ আমরা কখনও হাল ছাড়িনি। আমরা সবটা দিয়ে দিয়েছি!!! এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসের পুনরাবৃত্তির জন্য আমরা প্রত্যেকে সব ঢেলে দেব। আমরা ট্রফি জেতার জন্যে আসছি। ভারত, আবার স্বপ্ন সত্যি হোক’।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলী দায়িত্ব ছেড়ে দেবেন এই ফরম্যাটে। রোহিতেরই নতুন অধিনায়ক হওয়ার কথা। বিদায়ের আগে কোহলীকে ট্রফি দেওয়ার জন্য তাঁর মরিয়া মনোভাবই পোস্টে ধরা পড়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy