দেশে ফিরে নারাইন এবং রাসেল। ছবি টুইটার
দেশে ফিরলেন আইপিএল-এ অংশ নেওয়া সমস্ত ক্যারিবিয়ান ক্রিকেটার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক কর্তা সোমবার একথা জানিয়েছেন। পাশাপাশি, নিরাপদে ক্রিকেটারদের ফেরানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় বোর্ডকে।
একাধিক ক্রিকেটারের কোভিড ধরা পড়ায় গত ৪ মে আইপিএল স্থগিত হয়ে যায়। তারপরেই ক্রিকেটাররা দেশে ফিরতে শুরু করেন। কায়রন পোলার্ড, জেসন হোল্ডার, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার এবং ফ্যাবিয়েল অ্যালেন দেশে ফিরেছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কর্তা জনি গ্রেভ বলেছেন, “সমস্ত ক্রিকেটার এবং টিভি প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকে নিরাপদে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফিরেছে। নিরাপদে ফেরানোর জন্য আমরা বিসিসিআই এবং আইপিএল-এর দলগুলির কাছে কৃতজ্ঞ।”
আইপিএল-এর দলগুলির মধ্যে কোভিডের প্রকোপ সব থেকে বেশি ছিল কলকাতা নাইট রাইডার্সেই। প্রথমে বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের করোনা ধরা পড়ে। এরপর দিল্লির অমিত মিশ্র এবং হায়দরাবাদের ঋদ্ধিমান সাহার করোনা হয়। আইপিএল স্থগিত হওয়ার পরেও এই ঘটনা থামেনি। কলকাতার টিম সেইফার্ট এবং প্রসিদ্ধ কৃষ্ণ আক্রান্ত হয়েছেন।
"Our IPL players, along with the West Indians who were part of the TV production, are now safely back in the Caribbean.
— Windies Cricket (@windiescricket) May 9, 2021
We are grateful to the @BCCI and IPL Franchises for arranging their safe travel back to the Caribbean so quickly."
- CWI CEO @JohnnyGrave
📸 @KKRiders pic.twitter.com/68ftnHRATq
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy