Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sunil Gavaskar

টি-টোয়েন্টি ক্রিকেটের ভক্ত সানিও

তাঁর সময়ে ব্যাটিং যতই অন্য রকম থাকুক, টি-টোয়েন্টির অভিনবত্ব দেখে শিহরিত গাওস্কর।

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ০৫:১৮
Share: Save:

নিজে টেস্ট ক্রিকেটের ব্যাকরণ মেনে চলা ব্যাটিংয়ের সেরা উদাহরণ। তবু সুনীল গাওস্কর বলে দিচ্ছেন, তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ভক্ত। যা তাঁর প্রজন্মের অনেকেই নন। বরং তাঁর সতীর্থদের অনেকে অপছন্দই করেন কুড়ি ওভারের ক্রিকেটকে। টেস্টে প্রথম দশ হাজারের এভারেস্টে ওঠা গাওস্কর এমনও বলেছেন যে, কুড়ি ওভারের ক্রিকেটে এমন কিছু শট খেলা হয়, যা দেখে তিনিও অনেক সময় বাগ্‌রুদ্ধ হয়ে গিয়েছেন।

একটি পডকাস্ট অনুষ্ঠানে গাওস্কর বলেছেন, ‘‘আমার সময়ে খেলা অনেককেই জানি, যারা টি-টোয়েন্টি নিয়ে খুশি নয়। কিন্তু আমি এটা ভালবাসি কারণ এটা মাত্র তিন ঘণ্টার খেলা, ফলাফল হয় আর দারুণ গতিতে খেলা দেখতে পাওয়া যায়।’’ যাঁর ব্যাটিংয়ের মূল মন্ত্রই ছিল মাটিতে শট খেলা, তিনি যোগ করছেন, ‘‘কেউ যখন সুইচ হিট বা রিভার্স সুইপের মতো শট খেলে, আমি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে পড়ি। কারণ আমি মনে করি, এগুলো অসামান্য সব শট! এগুলো খেলতে বা ছক্কা মারতে দারুণ নৈপুণ্য লাগে।’’

তাঁর সময়ে ব্যাটিং যতই অন্য রকম থাকুক, টি-টোয়েন্টির অভিনবত্ব দেখে শিহরিত গাওস্কর। এমন এক ব্যাটসম্যানের নাম বলুন, যাঁর মতো ব্যাট করতে চান? গাওস্করের জবাব, ‘‘এবি ডিভিলিয়ার্স। ওর মতো ব্যাট করতে হবে। ৩৬০ ডিগ্রি কথাটা এমনি-এমনি বলা হয় না। যে কোনও ধরনের শট খেলতে পারে ও। একই সঙ্গে অনেক দূরে বল পাঠাতে পারে আবার শিল্পের ছোঁয়াও রয়েছে।’’ কিংবদন্তি ব্যাটসম্যান যোগ করছেন, ‘‘ওর ব্যাটের ফলো-থ্রু দেখার মতো। পুরো কাঁধে গিয়ে শেষ হয়। ওর ব্যাটিং দেখতে আমি খুবই ভালবাসি।’’

অন্য বিষয়গুলি:

Sunil Gavaskar T20 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE