Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sumit Antil

World Record: প্যারা অ্যাথলেটিক্সে জোড়া বিশ্বরেকর্ড, চমকে দিলেন দুই ভারতীয়

টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী সুমিত আন্টিল এ বার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। সেই তালিকায় রয়েছেন যোগেশ কাঠুনিয়াও।

বিশ্বরেকর্ড সুমিত এবং যোগেশের

বিশ্বরেকর্ড সুমিত এবং যোগেশের ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ২২:১০
Share: Save:

টোকিয়ো প্যারালিম্পিক্সে সোনা জিতে চমকে দিয়েছিলেন সুমিত আন্টিল। সেই ছন্দ তিনি ধরে রাখলেন ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও। জ্যাভলিনে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। ডিসকাসে বিশ্বরেকর্ড গড়েছেন যোগেশ কাঠুনিয়া। সব মিলিয়ে দু’টি বিশ্বরেকর্ড হল এ দিন।

টোকিয়োতে তাঁকে যে ছন্দে দেখা গিয়েছিল, বেঙ্গালুরুর এই প্রতিযোগিতাতেও একই ছন্দে দেখা গিয়েছে তাঁকে। ৬৮.৬২ মিটার দূরে বর্শা ছুড়েছেন সুমিত। এর আগের বিশ্বরেকর্ডও তাঁরই দখলে ছিল। টোকিয়োয় এফ৬৪ বিভাগে ৬৮.৫৫ মিটার বর্শা ছুড়ে বিশ্বরেকর্ড গড়েন। প্যারালিম্পিক্সের পরেই তিনি বলেন, এশিয়ান গেমসের আগে ৭৫ মিটার দূরত্ব পেরোতে চান। সেই দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছেন তিনি। তবে সুমিতের স্বপ্ন ৮০ মিটার অতিক্রম করা।

একই ছন্দে দেখা গিয়েছে যোগেশকে। তিনি ডিসকাসে ৪৮.৩৪ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি টোকিয়ো প্যারালিম্পিক্সে রুপো পেয়েছিলেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE