খেলোয়াড়দের সঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী। নিজস্ব চিত্র।
প্রাক্তন হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে সোমবার দক্ষিণ-পূর্ব রেলের উদ্যোগে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। বিভিন্ন খেলার আয়োজন করা হয় এ দিন। উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী।
ফুটবল, টেবিল টেনিস, পাওয়ার লিফটিং-সহ একাধিক খেলার আয়োজন করে দক্ষিণ পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন। এ দিনের ভাবনা ছিল, ‘সুস্থ সমাজ গঠনে খেলাধুলো গুরুত্বপূর্ণ।’ দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী মিক্সড ডাবলস এবং পুরুষদের সিঙ্গলস টেবিল টেনিস ফাইনালের সময় উপস্থিত ছিলেন। পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন আকাশ পাল। মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন সুতীর্থা মুখোপাধ্যায়-অর্জুন ঘোষ জুটি। অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উৎসাহ দেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।
অন্য দিকে, পূর্ব রেলের পক্ষেও দিনটি পালন করা হয়েছে। বেহালায় পূর্ব রেলের ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলো ইন্ডিয়া’ মহিলাদের ভলিবল লিগ শুরু হয়েছে এ দিন। ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। অংশ নিয়েছে সাতটি দল। দেশের প্রথম সারির একাধিক খেলোয়াড় রয়েছেন সাতটি দলে। উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy