অশ্বিনের প্রশংসায় সৌরভ। —ফাইল চিত্র।
এক দশকে সব চেয়ে বেশি উইকেট নিলেও তাঁর উপরে নেই প্রচারের আলো। রবিচন্দ্রন অশ্বিন যেন সব সময়েই উপেক্ষিত এক ক্রিকেটার। সব ধরনের ফরম্যাট মিলিয়ে দেশের অফ স্পিনার এক দশকে ৫৬৪টি উইকেট নিয়েছেন।
তবুও তিনি কেন প্রচারের আড়ালে তা নিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় চিন্তিত। টুইটারে অশ্বিনের ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, ‘‘ এই দশকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছে অশ্বিন। দুর্দান্ত প্রচেষ্টা। এত কিছু পরেও অশ্বিনের এই কীর্তির কথা কেউই মনে রাখেনি।’’
চোট সারিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন এই অফ স্পিনার। দেশের হয়ে খেলতে নেমে ফুল ফুটিয়েছেন অশ্বিন। তাঁর ঝুলিতে ৫৬৪টি উইকেট। অশ্বিনের ঠিক পিছনেই রয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
Most international wickets for ashwin this decade @ashwinravi99 @bcci .. what an effort .. just get a Feeling it goes unnoticed at times .. super stuff .. pic.twitter.com/TYBCHnr0Ow
— Sourav Ganguly (@SGanguly99) December 24, 2019
এক দশকে অ্যান্ডারসন নিয়েছেন ৫৩৫টি উইকেট। ৫২৫টি উইকেট নিয়ে অ্যান্ডারসনের ঠিক পিছনেই রয়েছেন ব্রড। নিউ জিল্যান্ডের দুই দ্রুত গতির বোলার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট এক দশকে নিয়েছেন যথাক্রমে ৪৭২ ও ৪৫৮টি উইকেট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy