Advertisement
১২ জানুয়ারি ২০২৫
Donald Trump

ট্রাম্পের শপথগ্রহণে এস জয়শঙ্কর, মোদী সরকারের প্রতিনিধি হয়ে ওয়াশিংটনে থাকবেন বিদেশমন্ত্রী

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন।

(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর।

(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:০১
Share: Save:

ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

২০ জানুয়ারি, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেখানেই উপস্থিত থাকবেন জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন জয়শঙ্কর।

প্রসঙ্গত, ডিসেম্বরের শেষেও আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর। তার পর থেকেই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপিরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টে লিখেছিলেন, ‘‘বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে’’! এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রক যদিও ভারত-আমেরিকার ‘কৌশলগত ঘনিষ্ঠতা’র কথাই উল্লেখ করেছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, “বিদেশমন্ত্রীর ওয়াশিংটন ডিসি যাওয়ার মূল কারণ ছিল ভারত-আমেরিকা সামগ্রিক কৌশলগত সম্পর্ক কত দূর এগোল, তার পর্যালোচনা করা। বহু ক্ষেত্রে এই সম্পর্ক বিস্তৃত। সাম্প্রতিক আন্তর্জাতিক, আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করার সুযোগ পেয়েছেন নেতারা। বিদেশমন্ত্রী বৈঠক করেছেন আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে।” এ বার বিদেশ মন্ত্রকের তরফে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে জয়শঙ্করের উপস্থিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেখানে গিয়ে নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলার কথাও জানানো হয়েছে।

সোমবার, ২০ জানুয়ারি, আমেরিকার সময় দুপুর ১২টায় শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটন, ডিসির ইউ ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে হবে অনুষ্ঠান। শপথ নেওয়ার পরে ভাষণ দেবেন আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট। তার পরে ক্যাপিটলে প্রেসিডেন্টের কক্ষে গিয়ে রীতি মেনে কিছু এগ্‌জ়িকিউটিভ অর্ডারে সই করবেন ট্রাম্প। স্ট্যাটুয়্যারি হলে আয়োজন করা হবে মধ্যাহ্নভোজের। সেখানে উপস্থিত থাকবেন আমেরিকার কংগ্রেসের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিরা। পেনসিলভেনিয়া অ্যাভিনিউ ধরে চলবে কুচকাওয়াজ। শেষে ‘ইনাউগুরাল বলস’ দিয়ে শেষ হবে উদ্‌যাপন। সরকারি ভাবে কাজ শুরু করবে নতুন প্রশাসন।

অন্য বিষয়গুলি:

Donald Trump S jaishankar Oath Taking Ceremony US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy