সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি
বিসিসিআই-এর সভাপতি হয়ে আসার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটারদের প্রতি নজর দেওয়াই তাঁর মূল লক্ষ্য। গত দু’বছরে বিভিন্ন কারণে সেই কাজ সফল হয়নি। অবশেষে সোমবার ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধির কথা ঘোষণা করল বোর্ড। পরিকল্পনা সফল হওয়ায় দারুণ খুশি সৌরভ নিজেও।
সৌরভ টুইট করেছেন, ‘মহিলা এবং পুরুষ ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি হওয়ায় আমি খুশি। অ্যাপেক্স কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সাফল্যের বরাবরই ওরাই আসল চালিকাশক্তি’।
গত বছর রঞ্জি ট্রফি না হওয়ায় বহু ক্রিকেটারই আর্থিক ভাবে সমস্যায় পড়েছিলেন। বোর্ড তাঁদের জন্যেও ভাতার কথা ঘোষণা করেছে। পাশাপাশি ৩৫,০০০ থেকে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে দৈনিক ম্যাচ ফি। তবে সর্বোচ্চ ম্যাচ ফি পাবেন ৪০-এর বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররাই। যাঁরা ২0-র কম ম্যাচ খেলেছেন, তাঁরা ৪০ হাজার টাকা করে পাবেন।
Very happy to have the raise in match fees of domestic players ,men and women ,passed by the apex council today ..They are always the key to indias success in cricket at the international level @bcci @JayShah @ThakurArunS @ShuklaRajiv
— Sourav Ganguly (@SGanguly99) September 20, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy