অভিষেকের ভার্চুয়াল ‘মহাবৈঠক’, থাকছেন সবস্তরের তৃণমূল নেতা
তৃণমূলের সমস্ত স্তরের নেতৃত্বের সঙ্গে বিকালে ভার্চুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে প্রথমে জানা গিয়েছিল, অভিষেকের বৈঠকে থাকবেন ভোটার তালিকা সংক্রান্ত কমিটির ৩৫ জন সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং সাংগঠনিক জেলার চেয়ারম্যানেরা। পরে সেই তালিকায় যুক্ত করা হয় কলকাতা পুরসভার কাউন্সিলরদের। তার পর সেই বহর আরও বাড়ানো হয়। তৃণমূলের পুরো রাজ্য কমিটি, সমস্ত বিধায়ক এবং সাংসদকেও ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশিই থাকতে বলা হয়েছে জেলা পরিষদের সভাপতি, পুরসভার চেয়ারম্যান এবং পুরনিগম এলাকার কাউন্সিলরদেরও। ফলে অভিষেকের বৃহস্পতিবারের বৈঠক কার্যত মহাবৈঠকে পরিণত হতে চলেছে।
ভোটার তালিকা সংক্রান্ত স্ক্রুটিনির বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের মহাসভা থেকে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেই কমিটিতে প্রথম নাম ছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। দ্বিতীয় নাম ছিল অভিষেকের। বক্সীর পৌরোহিত্যে গত সপ্তাহে তৃণমূল ভবনে প্রথম বৈঠকে বসে ভোটার তালিকা সংক্রান্ত ওই কমিটি। কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না অভিষেক। সে দিনই বৈঠকের শেষ পর্বে বলা হয়েছিল, অভিষেক ১৫ মার্চ (শনিবার) ভার্চুয়াল বৈঠক করবেন। পরে অবশ্য সেই তারিখ দু’বার বদল করা হয়। শেষমেশ ঠিক হয়, নির্ধারিত ১৫ তারিখেই বৈঠক হবে। কিন্তু তৃণমূলে কৌতূহল অন্য কারণে— কেন এত বড় করে পৃথক বৈঠক করতে হচ্ছে অভিষেককে? তৃণমূলে এ-ও আগ্রহ, অভিষেক শনিবারের বৈঠকে কী বিষয়ে বলবেন। যদি ভোটার তালিকা নিয়েই বলেন, তার রূপরেখা কী হবে? অভিষেক কী বলেন, কী নির্দেশ দেন, সেই খবরে নজর থাকবে।
অসম থেকে উত্তর-পূর্ব সফর শুরু অমিত শাহের, যাচ্ছেন না মণিপুর
তিন দিনের উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ সংস্থা পিটিআইকে কেন্দ্রীয় সরকারি এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাতেই অসমের যোরহাটে পৌঁছবেন তিনি। সেখান থেকে যাবেন গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে। জায়গাটি যোরহাটের ঠিক পাশেই। দেড়গাঁওয়ের লাচিত বারফুকান পুলিশ ব্যারাকে রাত্রিযাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাচিত বারফুকান পুলিশ ব্যারাকের প্রথম দফার সংস্কারের কাজ সম্প্রতিই শেষ হয়েছে। তার জন্য ব্যয় হয়েছে ১৬৭.৪ কোটি টাকা। শনিবার সকালে সেটিরই উদ্বোধন করার কথা শাহের। একই সঙ্গে দ্বিতীয় পর্বের সংস্কার কাজের শিলান্যাসও করবেন। দ্বিতীয় পর্বের কাজের জন্য খরচ হবে ৪২৫.৪৮ কোটি টাকা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দেড়গাঁওয়ের কর্মসূচি শেষ করে শাহ রওনা দেবেন মিজ়োরামের উদ্দেশে। সম্প্রতি অসম রাইফেলসকে মিজ়োরামের রাজধানী আইজ়ল থেকে ১৫ কিলোমিটার দূরে জ়োখাওসাংয়ে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। এর পর শনিবার সন্ধ্যাতেই তাঁর ফিরে আসার কথা গুয়াহাটিতে। রাত্রিযাপন করার কথা সেখানেই। এর পর রবিবার সকালে শাহের যাওয়ার কথা অসমের কোকরাঝাড়ের দটমায়। সেখানে বোরোদের ছাত্র সংগঠনের ৫৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে উপস্থিত থাকার কথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও। এর পর বিকেলে গুয়াহাটি ফিরে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠক শেষে রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে বলে পিটিআই-কে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি আধিকারিক।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পাক সেনাকে হুমকি বালোচ বিদ্রোহীদের
বালোচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনার পর থেকেই উত্তাপ বাড়ছে পাকিস্তানে। মনে করা হচ্ছে, এ বার বিদ্রোহীদের উপর পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে পাক সেনা। সেই আশঙ্কা করেই এ বার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বালোচ বিদ্রোহীরা। তাঁদের হুঁশিয়ারি, পাক সেনা যদি তাঁদের উপর হামলা করে, তাঁদের গায়ে যদি কোনও আঁচ লাগে, তা হলে তাঁরাও পাল্টা হামলা চালাতে পিছপা হবেন না। বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ)-র এক কমান্ডার বলেন, ‘‘যদি পাক সেনা আমাদের উপর হামলার চেষ্টা করে, তা হলে পরবর্তী নিশানা হবে ইসলামাবাদ, লাহোর অথবা রাওয়ালপিন্ডি।’’ গত মঙ্গলবার বালোচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেস অপহরণ করেন বালোচ বিদ্রোহীরা। প্রায় ৩০ ঘণ্টা ধরে পাক সেনা অভিযান চালিয়ে উদ্ধার করে যাত্রীদের। পাক সেনার দাবি, সব বিদ্রোহীর মৃত্যু হয়েছে এই অভিযানে। বিদ্রোহীদের পাল্টা দাবি, ৩০ জন সেনার মৃত্যু হয়েছে সংঘর্ষে। সেনা ও বিদ্রোহীদের এই টানাপড়েন কতদূর গড়ায় নজরে থাকবে।
মেয়েদের আইপিএল ফাইনাল, মুখোমুখি মুম্বই ও দিল্লি
আজ মহিলাদের আইপিএলের ফাইনাল। লড়াই মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। প্রথম বারের চ্যাম্পিয়ন হরমনপ্রীত সিংহের মুম্বই। এ বার জিতলে দ্বিতীয় বার ট্রফি জিতবে তারা। অন্য দিকে দিল্লি এই নিয়ে পর পর তিন বার ফাইনালে উঠল। এক বারও চ্যম্পিয়ন হতে পারেনি তারা। এ বার কি পারবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, মুক্তি মিলবে কবে
শনিবার থেকেই তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে। তা চলবে আগামী বুধবার পর্যন্ত। শুক্রবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে পরের সপ্তাহে নিস্তারও মিলবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলতে পারে। শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রবিবার। সোমবারও পরিস্থিতি একই থাকতে পারে। আবহবিদেরা জানিয়েছেন, তাপপ্রবাহ যদি না-ও হয়, তা হলেও শনি, রবি এবং সোমে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। পরের দু’দিনও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রারও বড় কোনও হেরফের হবে না বলেই মনে করছেন আবহবিদেরা।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে বিরতি! পুতিনের সঙ্গে কী কথা ট্রাম্পের
প্রায় তিন বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের কি এ বার অবসান হতে চলেছে? আমেরিকা ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তাতে সায় দিয়েছে ইউক্রেন। সম্মতি জানিয়েছে রাশিয়াও। তবে কী ভাবে তা কার্যকর করা হবে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পুতিন। তাঁকে ফোন করে ইউক্রেনের সেনাদের প্রাণরক্ষা করার অনুরোধ জানিয়েছেন ট্রাম্প। এর পরে কী?