Advertisement
০৫ নভেম্বর ২০২৪

উড্‌সের সঙ্গে খেলতে চান চ্যাম্পিয়ন শুভঙ্কর

ম্যাকলিওড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপে চোদ্দো নম্বর হোল পর্যন্ত রশিদ খানের চেয়ে দু’শট পিছিয়ে ছিলেন শুভঙ্কর। শেষ মুহূর্তে তিনি নাটকীয় ভাবে ঘুরে দাঁড়ান। ১৭ আন্ডার ২৭১ স্কোরে শেষ করে চ্যাম্পিয়ন হলেন শুভঙ্কর।

জয়ী: ট্রফি হাতে শুভঙ্কর। আরসিজিসি-তে। —নিজস্ব চিত্র।

জয়ী: ট্রফি হাতে শুভঙ্কর। আরসিজিসি-তে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ০৪:১৪
Share: Save:

টাইগার উড‌্‌সের খেলা দেখেই গল্ফের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। এ বার তাঁর স্বপ্ন প্রিয় তারকার সঙ্গে খেলা। স্বপ্নপূরণের লক্ষ্যে আগামী জানুয়ারিতেই উড়ে যাচ্ছেন আবু ধাবি। তিনি— ম্যাকলিওড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন শুভঙ্কর শর্মা।

রবিবার রয়‌্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব (আরসিজিসি)-তে চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় গল্ফের নতুন তারা বললেন, ‘‘আমি টাইগারের সঙ্গে খেলাই আমার স্বপ্ন। চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন তিনি। আশা করছি, পরের ট্যুর চ্যাম্পিয়নশিপেই ওঁর সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হবে।’’

ম্যাকলিওড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপে চোদ্দো নম্বর হোল পর্যন্ত রশিদ খানের চেয়ে দু’শট পিছিয়ে ছিলেন শুভঙ্কর। শেষ মুহূর্তে তিনি নাটকীয় ভাবে ঘুরে দাঁড়ান। ১৭ আন্ডার ২৭১ স্কোরে শেষ করে চ্যাম্পিয়ন হলেন শুভঙ্কর। তাঁর তিনটি বার্ডি শটেই পিছিয়ে পড়েন রশিদ। চ্যাম্পিয়ন হয়ে শুভঙ্কর বলেন, ‘‘প্রথম দিন থেকেই বলেছিলাম, টুর্নামেন্ট জেতার জন্য বিশেষ কোনও পরিকল্পনা আমার নেই। তবে আজ শেষের দিকে তিনটি বার্ডিই আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।’’

বছরের শেষের সঙ্গে শুরুটাও দুর্দান্ত ভাবে করতে চান শুভঙ্কর। ১৫ জানুয়ারি তিনি দ্বিতীয় ইউরোপিয়ান ট্যুর চ্যাম্পিয়নশিপ খেলতে আবু ধাবি উড়ে যাচ্ছেন তিনি। তার আগে ম্যাকলিওড রাসেল ট্যুরে চ্যাম্পিয়নশিপের সাফল্য আত্মবিশ্বাসও আরও বাড়াবে শুভঙ্করের। এ দিন চ্যাম্পিয়ন হওয়ার পরেই ফের নেমে পড়েছিলেন অনুশীলনে। শুভঙ্কর বললেন, ‘‘এখন থেকে আসল পরীক্ষার সামনে আমাকে পড়তে হবে। তাই নিজেকে তৈরি রাখার চেষ্টা করছি। বিশ্বের র‌্যাঙ্কিং প্রথম পঞ্চাশের মধ্যে দ্রুত জায়গা করে নিতে চাই।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE